১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:২২

বিপিএলের প্লেয়ার্স ড্রাফটে কোন দল কাকে নিল

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর পঞ্চম আসরের প্লেয়ার্স ড্রাফট শেষ হয়েছে। শনিবার হোটেল রেডিসন ব্লুর বলরুমে সবগুলো ফ্রাঞ্চাইজির প্রতিনিধিরা প্লেয়ার্স ড্রাফটে অংশ নেন। আইকন প্লেয়ার ও আগেরবারের তারকাদের অনেক দল ধরে রাখায় প্লেয়ার্স ড্রাফটে মূল নজর ছিলো কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানের দিকে। লটারিতে আগে নাম ওঠায় শুরুতেই দ্য ফিজকে দলে নেয় রাজশাহী কিংস।

শুরুতে আইকন প্লেয়ার হিসেবে বরিশাল বুলসে ছিলেন মোস্তাফিজ। কিন্তু ব্যাংক গ্যারান্টি দিতে না পারায় এবারের আসর থেকে বাদ দেওয়া হয় বরিশালের ফ্রাঞ্চাইজিকে। ফলে ড্রাফটের জন্য উন্মুক্ত হয়ে যান এই বিস্ময় পেসার। গতবার বরিশালে খেলা শাহরিয়ার নাফীসকে এবার দলে নিয়েছে রংপুর রাইডার্স। রংপুর রাইডার্সেই খেলবেন অভিজ্ঞ বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাক। এক মৌসুম পর আবার অলক কাপালীকে দলে নিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

ঢাকা ডায়নামাইটস: আবু হায়দার রনি, জহুরুল ইসলাম অমি, নাদীফ চৌধুরী, সাকলাইন সজীব, জো ডেনলি (ইংল্যান্ড), সৈয়দ খালেদ আহমেদ, মোঃ সাদমান ইসলাম, নুর আলম সাদ্দাম, আকিল হোসেইন (ওয়েস্ট ইন্ডিজ)।

চিটাগং ভাইকিংস: সানজামুল ইসলাম,মোহাম্মদ আল-আমিন, আলাউদ্দিন বাবু, তানবীর হায়দার, নাজিবুল্লাহ জাদরান (আফগানিস্তান), ইরফান শুকুর, নাঈম হাসান, ইয়াসির আরাফাত, লেইস রেইস (ইংল্যান্ড)।

রাজশাহী কিংস: মোস্তাফিজুর রহমান, জাকির হোসেন, নিহাদুজ্জামান, রনি তালুকদার, উসামা মির (পাকিস্তান), হোসেইন আলি, নাঈম ইসলাম জুনিয়র, কাজি অনিক, রেজা আলি দার (পাকিস্তান)।

সিলেট সিক্সার্স: আবুল হাসান রাজু, শুভাগত হোম, কামরুল ইসলাম রাব্বি, নাবিল সামাদ, চতুরঙ্গা ডি সিলভা, মোহাম্মদ শরীফ, ইমতিয়াজ হোসেন তান্না, মোহাম্মদ শরিফুল্লাহ, গোলাম মোদাসসর খান (পাকিস্তান)।

খুলনা টাইটান্স: নাজমুল হোসেন শান্ত, আবু জায়েদ চৌধুরী রাহী, আফিফ হোসেন ধ্রুব, শিহান জয়াসুরিয়া, ইয়াসির আলি চৌধুরী, ধীমান ঘোষ, সাইফ হাসান, জোফরা আর্চার (ইংল্যান্ড)।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স: মোহাম্মদ আল-আমিন হোসেন, আরাফাত সানী, অলক কাপালী, মেহেদী হাসান, সোলেমন মাইর (জিম্বাবুয়ে)।

রংপুর রাইডার্স: শাহরিয়ার নাফীস আহমেদ, নাজমুল হোসেন অপু, জিয়াউর রহমান, ফজলে মাহমুদ রাব্বি, স্যাম হেইন, আব্দুর রাজ্জাক, ইবাদত হোসেন, মোঃ ইলিয়াস, নাহিদুল ইসলাম, সামিউল্লাহ শেনওয়ারি (আফগানিস্তান), জহির খান (আফগানিস্তান)।

দৈনিক দেশজনতা /এমএইচ

 

প্রকাশ :সেপ্টেম্বর ১৬, ২০১৭ ৩:৪৪ অপরাহ্ণ