স্পোর্টস ডেস্ক:
দুই ম্যাচেই জালে ঢুকেছে ১২ গোল। তাতে কি? প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার জালেও যে ঢুকেছে সমান ১২ গোলই। গ্রুপ পর্বের তৃতীয় ও শেষ ম্যাচে তাই অস্ট্রেলিয়াকে হারিয়ে দেওয়ার স্বপ্ন দেখছে বাংলাদেশের মেয়েরা। এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপে রোববার অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে সানজিদা-কৃষ্ণরা।
থাইল্যান্ডের চোনবুরির ইনিস্টিটিউট অব ফিজিক্যাল এডুকেশন ক্যাম্পাস স্টেডিয়ামে রোববার ‘বি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচের আগে দুদলকে এক পাল্লায় রাখছে আগের দুই ম্যাচের ফল। উত্তর কোরিয়ার কাছে প্রথম ম্যাচে ৯ গোল খায় বাংলাদেশ। জাপানের বিপক্ষে রক্ষণ শক্ত করে তিন গোলের বেশি খায়নি। ওদিকে উত্তর কোরিয়ার কাছে প্রথম ম্যাচে ৭ গোল খাওয়ার পর জাপানের বিপক্ষে ৫ গোল খেয়েছে অস্ট্রেলিয়ান মেয়েরা।
হিসাবটা কষে রেখেছেন ডিফেন্ডার শামসুন্নাহার, ‘অস্ট্রেলিয়াও ১২ গোল খেয়েছে, আমরাও ১২ গোল খেয়েছি। মানে অস্ট্রেলিয়ার সঙ্গে আমরা সমানে সমান আছি। জাপানের সঙ্গে ওরা পাঁচটা খেয়েছে আমরা তিনটা খেয়েছি। উত্তর কোরিয়ার সঙ্গে আমরা নয়টা খেয়েছি, ওরা সাতটা খেয়েছে। গোলরক্ষক মাহমুদা আক্তার জানালেন, ‘জাপানের বিপক্ষে যে খেলাটা খেলেছি, অস্ট্রেলিয়ার বিপক্ষে আরও ভালো করতে চাই।’
সমানে সমান থাকা অস্ট্রেলিয়ার বিপক্ষে একটু ভালো খেলা মানেই জয়। এমনিতে টুর্নামেন্টে অংশ নিতে পারাকেই দেখা হচ্ছে বাংলাদেশের মেয়েদের ফুটবলের বড় সাফল্য হিসেবে। মেয়েদের অনূর্ধ্ব-১৭ পর্যায়ে বিশ্ব চ্যাম্পিয়ন উত্তর কোরিয়া আর সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন জাপানের বিপক্ষে খুব একটা আশাও করেনি কেউ। অস্ট্রেলিয়ার বিপক্ষেই তাই বাংলাদেশের আসল সুযোগ। শেষটা রাঙাতে পারলে কৃষ্ণা-সানজিদাদের নিয়ে ফের নাচতে পারে গোটা বাংলাদেশ।
দৈনিকদেশজনতা/ আই সি