স্পোর্টস ডেস্ক:
বাংলাদেশ টেস্ট স্কোয়াড দুই ভাগে ভাগ হয়ে শনিবার দক্ষিণ আফ্রিকায় উড়ে যাচ্ছে। শনিবার সকালে প্রধান নির্বাচক, বোলিং কোচ ও তিন ক্রিকেটার রওয়ানা দেবেন। অন্যরা সন্ধ্যায় যাবেন। বিশ্ব একাদশের হয়ে পাকিস্তানে খেলতে যাওয়া তামিম ইকবাল দেশে ফিরে রওয়ানা দেবেন একদিন পর। শনিবার সকাল ১০টায় প্রধান নির্বাচক ও এই সিরিজে ম্যানেজারের দায়িত্ব থাকা মিনহাজুল আবেদীন, পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ ও তিন ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ, তাইজুল ইসলাম, লিটন দাস উড়াল দেবেন। সন্ধ্যা ৭টায় অধিনায়ক মুশফিকুর রহীমসহ বাকিদের ফ্লাইট। তার আগে দুপুরে সাংবাদিকদের সঙ্গে অধিনায়ক কথা বলবেন।
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের প্রথম প্রস্তুতি ম্যাচ বেনোনিতে। তার কাছেই জোহানেসবার্গ শহরে গিয়ে উঠবে দল। সেখান থেকেই আধা ঘণ্টা দূরত্বে থাকা বেনোনিতে প্রস্তুতি ম্যাচ। ২১ সেপ্টেম্বর দক্ষিণ আফ্রিকা আমন্ত্রিত একাদশের বিপক্ষে শুরু হবে তিন দিনের প্রস্তুতি ম্যাচ। ওই ম্যাচ খেলেই প্রথম টেস্টের ভেন্যু পচেফস্ট্রম চলে যাবে টাইগার স্কোয়াড। ২৮ সেপ্টেম্বর সেখানেই শুরু হবে প্রথম টেস্ট। সিরিজের দ্বিতীয় টেস্ট ৬ অক্টোবর থেকে। টেস্ট সিরিজের পরই দলের সঙ্গে ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা, টেস্ট থেকে বিশ্রাম নেওয়া সাকিব আল হাসানসহ অন্যরা যোগ দেবেন। ১৫ অক্টোবর থেকে শুরু হবে দুদলের তিন ওয়ানডের সিরিজ। ২৬ ও ২৯ অক্টোবর দুই ম্যাচ টি-টুয়েন্টি দিয়ে দেড় মাসের লম্বা সফরের শেষ হবে।
দৈনিকদেশজনতা/ আই সি