২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ২:১১

গাইবান্ধায় ৫৭৫টি মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি চলছে

গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধায় এ বছর ৫৭৫টি মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি চলছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। গাইবান্ধা জেলা ত্রাণ কর্মকর্তা ইদ্রিস আলী জানান, এ বছর সদর উপজেলায় ৯০টি, গোবিন্দগঞ্জে ১১৬টি, সাঘাটায় ৬১টি, সাদুল্যাপুরে ৯৮টি, ফুলছড়িতে ১৫টি, সুন্দরগঞ্জে ১২৯টি ও পলাশবাড়িতে ৬৬টিসহ মোট ৫৭৫টি মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি চলছে। গত বছর ৫৬২টি মণ্ডপে দুর্গাপূজা হয়েছিল। সেই হিসেবে এবার জেলায় ১৩টি মণ্ডপে দুর্গাপূজা বেশি হচ্ছে। এ উপলক্ষে প্রতিমা শিল্পী ও কারিগররা ব্যস্ত সময় পার করছেন।

প্রতিমা শিল্পী নারায়ন চন্দ্র পাল জানান, খাওয়া-নাওয়ার সময় নেই। সকাল থেকে গভীর রাত পর্যন্ত প্রতিমা তৈরির কাজ করছেন তারা। এখনো মাটির কাজ শেষ হয়নি। মাটির কাজ শেষ হওয়ার পর রং তুলির কাজ করা হবে। গাইবান্ধা জেলা পুলিশ সুপার (এসপি) মাশরুকুর রহমান জানান, গত বছরের ন্যায় এবারও দুর্গাপূজা উপলক্ষে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। ষষ্ঠী পূজা থেকে শুরু করে দশমী পূজা শেষে প্রতিমা বিসর্জন পর্যন্ত পুলিশি নিরাপত্তা জোরদার থাকবে।

দৈনিকদেশজনতা/ আই সি 

প্রকাশ :সেপ্টেম্বর ১৬, ২০১৭ ১০:১১ পূর্বাহ্ণ