নিজস্ব প্রতিবেদক:
মোবাইল ব্যাংকিং ‘বিকাশ’-এর ২ হাজার ৮৮৭টি এজেন্ট হিসাব স্থগিত করেছে বাংলাদেশ ব্যাংক। লাইসেন্সের শর্ত ভঙ্গ করায় ১৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাতে এ ব্যবস্থা নেয়া হয়।
বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) সম্প্রতি মানিলন্ডারিং প্রতিরোধ আইন ও সন্ত্রাসবিরোধী আইনের বিধান এবং বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন নির্দেশনা লঙ্ঘন করায় বিকাশের বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গর্ভনর আবু হেনা মো. রাজী হাসান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, বিকাশের এজেন্টরা এক সিমে একাধিক অ্যাকাউন্ট খুলতো। সে কারণে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদের লেনদেন বন্ধ করতে অ্যাকাউন্ট স্থগিত করা হয়েছে।
তিনি জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় বিকাশ’কে এই সংক্রান্ত একটি তালিকা দিয়ে দেওয়া হয়েছে। এর বাইরে আগামী একমাসের মধ্যে বিকাশ’কে যেসব সিমে একাধিক অ্যাকাউন্ট এজেন্ট হিসাব রয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেওয়া হয়। তবে সেই সংখ্যাটি কত সে বিষয়ে এই ডেপুটি গর্ভনর কোনো সংখ্যা সুনির্দিষ্ট করে বলেননি।
এর আগে বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম বিভাগের কর্মকর্তারা বিকাশের লেনদেন পর্যালোচনা করে দেখেন, রাতের একটি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কিছু হিসাব থেকে প্রায় কাছাকাছি অঙ্কের অর্থ লেনদেন হয়। এই লেনদেন পর্যালোচনা করে দেখা গেছে মূলত সেটা একটা সিন্ডিকেট। এর সংখ্যা প্রায় ১০ থেকে ১২ হাজার। তখন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবীরের কাছে সেসব হিসাবের ব্যাপারে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছিল।
দৈনিক দেশজনতা/এন এইচ