২০শে জানুয়ারি, ২০২৫ ইং | ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:১১

জাতীয় ক্রিকেট লিগের ১৯তম আসর শুরু আজ

নিজস্ব প্রতিবেদক:

দেশের জনপ্রিয় প্রথম শ্রেণির ক্রিকেট জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল)। ঘরোয়া এই ক্রিকেট লিগের ১৯তম আসর শুরু হচ্ছে আজ শুক্রবার। আসরের প্রথম দিন মাঠে নামছে লিগের আটটি দল।

চার ম্যাচের মধ্যে দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে প্রথম স্তরে এবং অন্য দুটি দ্বিতীয় স্তরে। প্রথম স্তরের ম্যাচ দুটিতে খুলনা মুখোমুখি হবে রংপুর এবং ঢাকার মুখোমুখি হবে বরিশাল। আর দ্বিতীয় স্তরের ম্যাচ দুটিতে ঢাকা মেট্রো খেলবে চট্টগ্রামের বিপক্ষে এবং রাজশাহী খেলবে সিলেটের বিপক্ষে।

এবার দুই স্তরের লিগের সব ম্যাচই হবে ঢাকার বাইরে। ঢাকা মেট্রোর বিরুদ্ধে স্বাগতিক চট্টগ্রাম খেলবে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। খুলনা ও রংপুরের মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হবে খুলনা বিভাগীয় শেখ আবু নাসের স্টেডিয়ামে। সিলেটকে মোকাবেলা করতে রাজশাহী মাঠে নামবে নিজেদের ভেন্যু শহিদ কামরুজ্জামান স্টেডিয়ামে। অন্যদিকে ঢাকা ও বরিশালের মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হবে কক্সবাজার একাডেমি মাঠে।

ঘরোয়া ক্রিকেটের জনপ্রিয় আসর জাতীয় লিগে এপর্যন্ত সর্বোচ্চ ৫টি করে শিরোপা জিতেছে রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগীয় দল।

জাতীয় লিগে এ পর্যন্ত সর্বোচ্চ ৬ হাজার ১৪২ রান করেছেন রাজিন সালেহ। আর ৩১২ রানের সর্বোচ্চ ইনিংস খেলেন রকিবুল হাসান। ২০০৬-০৭ সালে বরিশাল-সিলেটের মধ্যকার ম্যাচে তিনি এ ইনিংস খেলেন।

জাতীয় লিগে সবেচয়ে বেশি উইকেট শিকার করেছেন আবদুর রাজ্জাক।এপর্যন্ত জাতীয় লিগে তার উইকেট ৩১৭ টি। ২০১২-১৩ সালে খুলনা ও চট্টগ্রামের মধ্যকার ম্যাচে ইনিংস সেরা বোলিং করেন রাজ্জাক। মাত্র ৮৪ রানের দিয়ে ৯ উইকেট শিকার করেন তিনি।

আর ২০১৪-১৫ সালের জাতীয় লিগে সর্বোচ্চ জুটি গড়েন মোসাদ্দেক ও আল আমিন। বরিশাল ও রংপুরের মধ্যকার ওই ম্যাচে তারা জুটি বেধে ৪২৩ রান করেন।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :সেপ্টেম্বর ১৫, ২০১৭ ১২:৩৬ অপরাহ্ণ