১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১০:৫৭

ভারত কিনছে মার্কিন ড্রোন ,আতঙ্কে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের কাছ থেকে ২২টি ড্রোন কিনতে যাচ্ছে ভারত। আর তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছে পাকিস্তান। এ ব্যাপারে, বৃহস্পতিবার দেশটির পক্ষ থেকে বলা হয়েছে যুদ্ধনীতিতে এর ফলে ভারসাম্য নষ্ট হতে পারে।

সূত্রের খবর অনুযায়ী, পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে নাফিজ জাকারিয়া জানিয়েছেন, গত জুনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মার্কিন সফরের সময়েই যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ভারতকে ড্রোন বিক্রির বিষয়টি নিয়ে চূড়ান্ত কথাবার্তা হয়।

তিনি আরও জানান, ভারতের হাতে অত্যাধুনিক অস্ত্র তুলে দেওয়ার বিষয়েই উদ্বিগ্ন পাকিস্তান। তাদের মতে, এই বিক্রির ফলে ভারসাম্য বিনষ্ট হতে পারে এবং দক্ষিণ এশিয়ার যুদ্ধনীতিতেও তার প্রভাব পড়তে পারে।

প্রসঙ্গত, ব্রিকস সম্মেলনের পরে সন্ত্রাসবাদ ইস্যুতে ভারতের পাশে দাঁড়িয়েছে জাপান। একযোগে সন্ত্রাসবাদের বিরুদ্ধে আঘাত হানার প্রতিজ্ঞা করেছে দু’দেশ।

প্রকাশ :সেপ্টেম্বর ১৫, ২০১৭ ১২:২০ অপরাহ্ণ