১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৫৪

বিএনপির জরুরি সংবাদ সম্মেলন শনিবার

নিজস্ব প্রতিবেদক:

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে দলটি। শনিবার বেলা ১১টায় সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হবে।

২০ দলীয় জোট শরিক বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান বৃহস্পতিবার রাতে  এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ২০ দলীয় জোটের শীর্ষ নেতারা সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন। এতে বক্তব্য রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এদিকে চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান জানিয়েছেন, চলমান রাজনীতির নানা দিক নিয়ে সংবাদ সম্মেলনে বিএনপির অবস্থান তুলে ধরবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

প্রকাশ :সেপ্টেম্বর ১৫, ২০১৭ ১২:১০ অপরাহ্ণ