নিজস্ব প্রতিবেদক:
সু-শাসনের জন্য প্রচারাভিযান-(সুপ্র) এর আয়োজনে বৃহস্পতিবার জ্যোতি ডেভলপমেন্ট ফাউন্ডেশনের সভা কক্ষে সাম্প্রতিক কর ও ভ্যাট ব্যবস্থা নিয়ে জেলা পর্যায়ে অধিপরামর্শ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন চেম্বার অব কমার্সের সিনিয়র সহ-সভাপতি মোকারম হোসেন মোয়াজ্জেম, বিশেষ অথিতি ছিলেন নজরুল ইসলাম সাবেক ডিডি সমাজ সেবা, এম এ ছালাম সুপ্র কার্যনির্বাহী সদস্য। প্রধান বক্তা হিসেবে ছিলেন ড. সরওয়ার মুর্শেদ রতন অধ্যাপক ইসলামী বিশ্ববিদ্যালয়, সভায় সভাপত্বি করেন এনামুল হক নির্বাহী পরিচালক কে পি ইউ এস ও সুপ্র জেলা কমিটির সহ-সভাপতি। অধিপরামর্শ সভায় উপস্থিত ছিলেন শিক্ষক ছাত্র রাজনৈতিক ব্যক্তিত্ব, জন প্রতিনিধি, আইনজীবি, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বক্তারা জোর দাবী করেন কর ও ভ্যাট ব্যবস্থা আরও সহজীকরন করতে হবে। সুষ্ঠ কর নীতি ও করের অর্থ অপচয়হীন ভাবে ব্যায় করে সরকার ও দেশকে স্বনির্ভর করতে সমন্বিত কার্যক্রম গ্রহণ করতে হবে। তৃনমূল পর্যায়ে জোট সুশাসনরে জন্য প্রচারাভিযান-সুপ্র ২০১০ সাল থেকে বিরতিহীন ভাবে সরকারের পাশাপাশি কর ন্যায্যতার দাবিতে বিভিন্ন পর্যায়ে কাজ করে যাচ্ছে। উক্ত সভায় ধারনা পত্র উপস্থাপন করেন এস আই সোহেল সদস্য জেলা কমিটি সুপ্র, সঞ্চালনায় ছিলেন সৈয়দা হাবিবা, নির্বাহী প্রধান, জ্যোতি, সাধারণ সম্পাদক সুপ্র জেলা কমিটি।
দৈনিক দেশজনতা/এন এইচ