শিল্প–সাহিত্য ডেস্ক:
সুস্থ সংস্কৃতি চর্চার ধারাবাহিকতায় ‘সুন্দরম’ ললিতকলা একাডেমি কুষ্টিয়ার আয়োজনে, সোনালী দিনের স্বর্ণালী গানের অনুষ্ঠান “নীল দরিয়া” শিরোনামে এক অনুষ্ঠানের আয়োজন করে। বিশিষ্ট কণ্ঠযোদ্ধা আব্দুল জব্বারকে উৎসর্গ করে, বৃহস্পতিবার রাতে জেলা শিল্পকলা একাডেমির সম্মেলন কক্ষে এ “নীল দরিয়া” শিরোনামে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপলক্ষে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন ‘সুন্দরম’ ললিতকলা একাডেমি কুষ্টিয়ার পরিচালক কনক চৌধুরী।
বক্তব্য রাখেন, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, যুগ্ম-সম্পাদক শাহীন সরকার, ‘সুন্দরম’ ললিতকলা একাডেমি কুষ্টিয়ার উপদেষ্টা সমাজ সেবক গণেশ জোয়ার্দ্দার, কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দা হাবিবা, জেলা কালচারাল অফিসার সুজন রহমান প্রমুখ। আলোচনা অনুষ্ঠান পরিচালনা করেন শিল্পী চন্দ্রিমা বসু দৃষ্টি।
আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন, শিল্পী কনক চৌধুরী, মিতু জোয়ার্দ্দার, শিপ্রা কর্মকার, সুপর্না দত্ত, চন্দ্রিমা বসু দৃষ্টি, শতাব্দী ঘোষ প্রীতি, শফিক জুয়েল, অমৃতা পাল, মিজানুর রহমান মাসুদ প্রমুখ। তবলায় সহযোগিতা করেন আকাশ চক্রবর্তী, কি-বোর্ডে জুয়েল আহমেদ, গিটারে হাসিব, পারকেশনে অরিত্র পাল। অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতা করেন ‘সুন্দরম’ ললিতকলা একাডেমি কুষ্টিয়ার সোনালী দিনের স্বর্ণালী গান উদযাপন পর্ষদের আহবায়ক আকাশ চক্রবর্তী।
দৈনিক দেশজনতা/এন এইচ
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

