১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১১:১৯

রাজবাড়ীতে ইয়াবাসহ আটক ২

নিজস্ব প্রতিবেদক:

রাজবাড়ীতে ডিবি পুলিশের পৃথক অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক হয়েছে। বৃহস্পতিবার বিকেলে জেলা সদরের সিলিমপুর ও সন্ধ্যায় নাওডুবি থেকে তাদেরকে আটক করা হয়।

এরা হলো- জেলা সদরের মিজানপুর ইউনিয়নের সিলিমপুর রবের বটতলা গ্রামের মোকছেদ আলী শেখের ছেলে গোলাম গাউস (২৭) ও কালুখালী উপজেলার মালিয়াট গ্রামের আবদুল মমিন মন্ডলের ছেলে খায়রুল মন্ডল (৩২)।

রাজবাড়ী ডিবি পুলিশের এসআই হিরন কুমার জানান, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে জেলা সদরের সিলিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকা থেকে ৫০ পিস ইয়াবাসহ গোলাম গাউসকে আটক করা হয়।

অপর অভিযানে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নাওডুবি বাঙালবাড়ী ব্রিজ থেকে ৭৫ পিচ ইয়াবাসহ খায়রুলকে আটক করা হয়। তারা পেশাদার মাদক ব্যবসায়ী। এ বিষয়ে রাজবাড়ী থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :সেপ্টেম্বর ১৫, ২০১৭ ১১:৪৪ পূর্বাহ্ণ