১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৫৭

পাটুরিয়া ও দৌলতদিয়া নৌরুটে ৬টি ফেরি বিকল পারাপারে অচলাবস্থা

নিজস্ব প্রতিবেদক:

পাটুরিয়া ও দৌলতদিয়া নৌরুটে ছয়টি ফেরি বিকল থাকায় যানবাহন পারাপারে অচলাবস্থা তৈরী হয়েছে। উভয়পাড়ে আটকে পড়েছে হাজারো যানবাহন। এরমধ্যে পন্যবোঝাই ট্রাক রয়েছে ৭ শতাধিক। যানবাহনের লাইন পাটুরিয়ঘাটের ৩ থেকে ৪ কিলোমিটার পর্যন্ত ছাড়িয়ে গেছে। দূর্ভোগের মধ্যে পড়েছে পারাপারের যাত্রীরা।

বিআইডব্লিউটিসি আরিচা সেক্টরের ডিজিএম আজমল হোসেন জানান, এই নৌরুটে চলাচলকারী ১৯টি ফেরির মধ্যে ৬টি ফেরির ইঞ্জিনে যান্ত্রিক ত্রুুটি দেখা দিয়েছে। বড় ধরনের ত্রুুটির কারণে তিনটি শাহ আলী, খানজাহান আলী ও কপোতী ফেরিকে নারায়নগঞ্জের ডকইয়ার্ডে এবং অপর তিনটি ফেরি হামিদুর রহমান,কুমারী ও বনলতাকে পাটুরিয়ার ভাসমান কারখানায় মেরামতে রাখা হয়েছে। ফেরি স্বল্পতার কারণে যানবাহনের লাইন পড়ে গেছে ঘাট এলাকায়। অগ্রাধিকার ভিত্তিতে যাত্রীবাহী বাস পারাপার করা হচ্ছে। এতে পন্যবোঝাই ট্রাকের সংখ্যা বেড়ে যাচ্ছে। পারের অপেক্ষায় মানিকগঞ্জে ৫শতাধিক পন্যবাহী ট্রাক আটকে রয়েছে। ২-৩ দিন ধরে পার হতে না পেরে ভোগান্তির মধ্যে রয়েছে ট্রাক চালক ও হেলপাররা।

তিনি আরো বলেন, শিমুলিয়া-কাঠালবাড়ি নৌরুটে ট্রাক পারাপার সম্পুর্ন বন্ধ রয়েছে। সেই নৌরুটের ট্রাকগুলো এই পথে চলে আসছে। কিন্তু যাত্রী দূর্ভোগের কথা বিবেচনা করে অগ্রাধিকার ভিত্তিতে যাত্রীবাহী বাস, প্রাইভেটকার, মাইক্রোবাস আগে পারাপার করা হচ্ছে। এতে ট্রাকে জট তৈরী হচ্ছে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :সেপ্টেম্বর ১৫, ২০১৭ ১১:৪১ পূর্বাহ্ণ