২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১২:২১

জাগরণী চক্র ফাউন্ডেশনে নিয়োগ

নিজস্ব প্রতিবেদক:

জাগরণী চক্র ফাউন্ডেশন, Solidaridad Network Asia (SNA) এর সহায়তায় যশোর জেলার মনিরামপুর, অভয়নগর ও বাঘারপাড়া উপজেলা এবং নড়াইল জেলার সদর, কালিয়া ও লোহাগড়া উপজেলায় Sustainable Agriculture, Food Security & Linkages (SaFaL) প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্পের আওতায় ফিল্ড অর্গানাইজার পদে নিয়োগের জন্য দরখাস্ত আহবান করা হচ্ছে।

যোগ্যতা :

-সামাজিক বিজ্ঞানে ন্যূনতম স্নাতক পাশ অথবা কৃষি ডিপ্লোমা
-গ্নামাঞ্চলে কৃষিভিত্তিক কাজের কমপক্ষে ২ (দুই) বছরের বাস্তব অভিজ্ঞতা
-বয়স ৩৫ বছর অথবা এর নীচে
-অভিজ্ঞ এবং বৈধ মটরসাইকেল ড্রাইভিং লাইসেন্সধারী ও চালনায় পারদর্শী প্রার্থীদের অগ্রধিকার।
-নারী প্রার্থীদের আবেদন করার জন্য উৎসাহিত করা হচ্ছে।

কর্মস্হল : নড়াইল (কালিয়া, নড়াইল সদর, লোহাগড়া), যশোর (অভয়নগর, বাঘারপাড়া, মনিরামপুর)

বেতন সীমা : ১২,০০০ – ১৪,০০০ টাকা

আবেদনের শেষ তারিখ : সেপ্টেম্বর ২১, ২০১৭

আবেদনের নিয়মাবলী : নির্বাহী পরিচালক, জাগরণী চক্র ফাউন্ডেশন, ৪৬ মুজিব সড়ক, যশোর- ৭৪০০ বরাবর আবেদনপত্র এবং প্রার্থীর রঙ্গীন ছবিসহ জীবনবৃত্তান্ত আগামী সেপ্টেম্বর ২১, ২০১৭ তারিখের মধ্যে পৌঁছাতে হবে। আবেদনপত্রে অবশ্যই মোবাইল নম্বর উল্লেখ করতে হবে।

প্রাক নিয়োগ স্বাস্থ্য পরীক্ষায় উপযুক্ত হতে হবে। যে কোন ধরনের সুপারিশ প্রার্থীর অযোগ্যতা বলে গণ্য হবে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :সেপ্টেম্বর ১৪, ২০১৭ ২:৪৩ অপরাহ্ণ