(সাতক্ষীরা)প্রতিনিধি
উপকূলের পড়–য়াদের মাঝে পরিবেশ সচেতনতা বৃদ্ধি আর সৃজনশীল মেধা বিকাশের লক্ষ্য সামনে রেখে মঙ্গলবার শুরু হয়েছে ‘ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক সবুজ উপকূল ২০১৬’ কর্মসূচি। পশ্চিম উপকূলের সুন্দরবন লাগোয়া সুন্দরবন বালিকা মাধ্যমিক বিদ্যালয় থেকে এ কর্মসূচির সূচনা ঘটে।
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পৃষ্ঠপোষকতায় এই কর্মসূচির আয়োজন উপকূল বিষয়ক ওয়েবজার্নাল‘ উপকূল বাংলাদেশ’। উপকূলের পড়–য়াদের মাঝে পরিবেশ সচেতনতা বাড়ানো, সৃজনশীল মেধারবিকাশ, লেখা লেখি চর্চার মাধ্যমে তথ্যে প্রবেশাধিকার সহজীবন দক্ষতা বাড়ানো এই কর্মসূচির অন্যতম লক্ষ্য।
সবুজের আহবানে বর্ণাঢ্য এ আয়োজনে ৫ স্কুলের সহ¯্রাধিক শিক্ষার্থী অংশ নেয়। পড়–য়ারা রচনালিখন, পত্রলিখন, সংবাদ লিখন ও ছবি আঁকা প্রতিযোগিতায় অংশ নেয়। প্রত্যেক প্রতিযোগিতা তিন জন করে বিজয়ী পুরস্কার পায়। এছাড়্ওা কর্মসূচির আওতায়ছিল আলোচনাসভা, গাছের চারা রোপণ, পরিবেশ পর্যবেক্ষণ প্রতিবেদন উপস্থাপনও সাংস্কৃতিক অনুষ্ঠান।
‘এসো সবুজের আহবানে, গড়ি সবুজ উপকূল ’শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন শ্যামনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) এস এম মহসীন উল মূলক। সভাপতিত্ব করেন আয়োজক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি সুপদ কুমার বৈদ্য।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা শিক্ষা অফিসার আবুলকালাম রফিকুজ্জামান, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক শ্যামনগর শাখার ব্যবস্থাপক মো.রাশিদুল ইসলাম, বেসরকারি উন্নয়নসংস্থা নকশীকাঁশার পরিচালক চন্দ্রিকা ব্যানার্জী, বনশ্রী শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক সুনির্মল কুমার মন্ডল ও ত্রিপানী বিদ্যাপীঠের প্রধান শিক্ষক আবুল কালাম মল্লিক।
প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শুধু পাঠ্য বইয়ের পড়া মুখস্ত করে পরিক্ষায় ভালো ফলাফল করলেই চলবেনা। এর পাশাপাশি চারপাশের জগত সম্পর্কে জ্ঞান আহরণ করতে হবে। পরিবেশ সুরক্ষায় এগিয়ে আসতে হবে। উপকূলের প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে ধারণা রাখতে হবে। ভালো ফলাফলের সঙ্গে সাধারণ জ্ঞানের সংমিশ্রনই পারে মানুষের মত মানুুষ করে তুলতে। তোমাদেরকে ভালো মানুষ হয়ে প্রদীপের মত আলো জ¦ালাতে হবে, যাতে তোমার আলোতে আরও অনেক জন আলোকিত হতে পারে।
অনুষ্ঠান সূচনা ও উপস্থাপনায় ছিল দশম শ্রেণীর ছাত্রী সম্পা রানী গায়েন ও পার্বতী মন্ডল। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বিদ্যালয়ের শিক্ষক ও সাংবাদিক রনজিৎ বর্মন। কর্মসূচির প্রেক্ষাপট ও উপকূলের সার্বিক অবস্থা নিয়ে কথা বলেন, সবুজউপকূল ২০১৭ কর্মসূচির কেন্দ্রীয় সমন্বয়কারী ও আয়োজন প্রতিষ্ঠান উপকূল বাংলাদেশ-এর পরিচালক রফিকুল ইসলাম মন্টু। অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য তুলে ধরে বিদ্যালয়ের শিক্ষার্থী দশম শ্রেণীর ছাত্রী সম্পা রানী গায়েন।
অনুষ্ঠানে বক্তাদের আলোচনা শেষে প্রতিযোগিতায় অংশগ্রহনকারীদের মধ্যে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের তথ্য সংগ্রহের ভিত্তিতে রচিত পরিবেশ পর্যবেক্ষণ প্রতিবেদন উপস্থাপন করা হয়। কর্মসূচি উপলক্ষে বিদ্যালয়ে‘বেলাভূমি’ দেয়াল পত্রিকার বিশেষসংখ্যা প্রকাশিত হয়।
ফার্স্ট সিকিউরিটি ইসলামীব্যাংকের পৃষ্ঠপোষকতায় এই কর্মসূচি বাস্তবায়ন করছে বেসরকারি প্রতিষ্ঠান উপকূল বাংলাদেশ। কর্মসূচিতে সহ-আয়োজক হিসাবে থাকছে উপকূলের স্কুল পড়–য়াদের সংগঠণ আলোকযাত্রা দল, আইটিপার্টনার হিসাবে থাকছে ডটসিলিকন, মিডিয়া পার্টনার হিসাবে থাকছে এটিএনবাংলা ও দৈনিকসমকাল।
জানা যায় এ কর্মসূচি এবার সাতক্ষীরার শ্যানগরের মুন্সীগঞ্জ, গাবুরা, খুলনার পাইকগাছা, বাগেরহাটের সদর ও শরণখোলা, পিরোজপুরের মঠবাড়িয়া, ঝালকাঠির কাঁঠালিয়া, বরগুনার তালতলী, পটুয়াখালীর কুয়াকাটা ও চরমোন্তাজ, ভোলার চরফ্যাসন ও তজুমদ্দিন, চাঁদপুরের হাইমচর, লক্ষ্মীপুরের কমলনগর, নোয়াখালীর সুবর্ণচর ও হাতিয়া, ফেনীর সোনাগাজী, চট্টগ্রামের সন্দ্বীপ এবং কক্সবাজারের টেকনাফ ও মহেশখালীতে কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে।
দৈনিক দেশজনতা /এন আর