১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৪৭

বগুড়ায় স্ত্রীর বটির কোপে স্বামীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় স্ত্রী খাদিজা বেগমের বটির কোপে স্বামী শহিদুল ইসলাম (৪৫) নিহত হয়েছেন। শহিদুল উপজেলার আলতাফনগরের কোঁচপুকুরিয়া গ্রামের মকবুল হোসেনের ছেলে। ওই ঘটনায় জড়িত খাদিজাকে পুলিশ গ্রেফতার করেছে।
পুলিশ জানায়, শহিদুলের সৌদি প্রবাসী স্ত্রী খাদিজা বেগম (৩৮) প্রায় এক মাস আগে  বিদেশ থেকে স্বামী কাছে টাকা পাঠায়। পরে খাদিজা বাড়িতে আসেন। মঙ্গলবার বিকেলে শহিদুলের কাছে ওই টাকার হিসাব চাইলে তিনি অপারগতা প্রকাশ করেন। এ নিয়ে তাদের মধ্যে তর্কবিতর্ক বেঁধে যায়। এক পর্যায়ে খাদিজা উত্তেজিত হয়ে স্বামীকে বটি দিয়ে কোপ দেয়।
গুরুতর আহত অবস্থায় পরিবারের লোকজন তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় রাতে শহিদুল মারা যান।
এ ঘটনায় শহিদুলের মা সাইজান বিবি বাদী হয়ে মঙ্গলবার রাতেই খাদিজাকে আসামি করে মামলা দায়ের করেন।
দুপচাঁচিয়া থানার ওসি আব্দুর রাজ্জাক জানানা, মামলা গ্রহণের পর রাতেই পুলিশ অভিযান চালিয়ে খাদিজাকে গ্রেফতার করেছে। সেই সঙ্গে হত্যায় ব্যবহৃত বটিটি জব্দ করা হয়েছে।
 দৈনিক দেশজনতা /এন আর 

প্রকাশ :সেপ্টেম্বর ১৩, ২০১৭ ৯:২০ অপরাহ্ণ