২০শে জানুয়ারি, ২০২৫ ইং | ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:০৫

কাহারোলে তালগাছ রোপন কার্যক্রমের শুভ উদ্বোধন

দিনাজপুর প্রতিনিধি:

বজ্রপাত হতে সুরক্ষা পেতে মাননীয় প্রধানমন্ত্রী’র নির্দেশনায় দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্দ্যোগে কাবিখার নির্মিত রাস্তা সহ বিভিন্ন রাস্তায় তালগাছ রোপন কার্যক্রম কাহারোল উপজেলায় শুভ উদ্বোধন।
উপজেলার খোশালপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে কাহারোল উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় (দূর্যোগ ব্যবস্থাপনা শাখা) এর আয়োজনে ১১ আগস্ট তালগাছ রোপন কার্যক্রমের উদ্বোধন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আসলাম মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, দিনাজপুর জেলা প্রশাসক মীর খায়রুল আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহারোল উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মামুনুর রশীদ চৌধুরী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কাহারোল উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ তারেক হোসেন, উপজেলা শিক্ষা অফিসার মোঃ আফজাল হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা নিবেদিতা দাস, ইউপি চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান সত্যজিৎ রায়, মোঃ সাইফুল ইসলাম, মোঃ শরিফ উদ্দীন মাষ্টার, মোঃ আতাউর রহমান বাবুল, উপজেলা বন বিভাগ কর্মকর্তা মোঃ হেলাল উদ্দীন সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা শাখা হতে জানা যায়, উপজেলায় ২ হাজার ৫ শত তালগাছ চারা রোপন করা হবে। আলোচনা সভা শেষে প্রধান অতিথি ১টি তালগাছের চারা রোপন করেন।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :সেপ্টেম্বর ১৩, ২০১৭ ৯:৪৮ অপরাহ্ণ