১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:১৪

ন্যাশনাল ব্যাংকের সাবেক ভাইস প্রেসিডেন্ট গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:

দুর্নীতি দমন কমিশন (দুদক) ন্যাশনাল ব্যাংকের সাবেক ভাইস প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চৌধুরীকে গ্রেফতার করেছে। ২ কোটি ৫৯ লাখ ৪০ হাজার ১৪৮.১৯ টাকা আত্মসাতের মামলায় বুধবার ভোরে রাজধানীর ইস্কাটন গার্ডেন থেকে তাকে গ্রেফতার করা হয়। দুদক সূত্রে জানা গেছে, ‍দুদক উপ পরিচালক মো. জাহাঙ্গীর হোসেন তাকে গ্রেফতার করে। জানা গেছে, শাহাবুদ্দিন গ্রাহকের সঙ্গে যোগসাজশে ন্যাশনাল ব্যাংক লিঃ-এর দিলকুশা শাখায় ব্যাক টু ব্যাক এলসি খোলে ব্যবসা পরিচালনা করেন। সর্বশেষ ব্যাংকের দায়-দেনা বাবদ ২ কোটি ৫৯ লাখ ৪০ হাজার ১৪৮.১৯ টাকা আত্মসাৎ করেন।

এ ঘটনায় মতিঝিল থানায় চলতি বছরের ১৭ জানুয়ারি মামলা করে দুদক। দুদদকের মামলায় শাহাবুদ্দিনসহ ৬ জনকে আসামি করা হয়।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :সেপ্টেম্বর ১৩, ২০১৭ ৪:১৪ অপরাহ্ণ