১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:৩৮

ক্লার্কের চোখে স্মিথের চেয়ে এগিয়ে কোহলি

স্পোর্টস ডেস্ক:

সময়ের সবচেয়ে সেরা ব্যাটসম্যান দুজনই। ক্রিকেটের অন্যতম দুই পরাশক্তি দলের অধিনায়কও। স্টিভেন স্মিথ এবং বিরাট কোহলির তুলনাটাও ইদানিং সামনে চলে আসে প্রায়ই। দুজনের মধ্যে কে সেরা এই তর্কে ভিন্ন ভিন্ন মত মেলে। আরেকটি ভারত-অস্ট্রেলিয়া সিরিজ যখন সামনে তখন আবারো এই প্রসঙ্গ উঠে আসছেই। ১৭ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া ৫ ম্যাচের ওয়ানডে ও ৩ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজের পুরোটা সময় জুড়ে যে তা চলবে তা বলে দেওয়াই যায়। আর সেই বিতর্কে কিংবা যুক্তিতর্কে অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্ক বলছেন, ওয়ানডেতে স্মিথের চেয়ে কোহলিই এগিয়ে।

গত ফেব্রুয়ারি-মার্চে দুই দলের টেস্ট সিরিজেও কোহলি-স্মিথ তুলনা হয়েছে খুব। ভারতের মাটিতে রান করেছেন স্মিথ, ৩টি সেঞ্চুরি চার টেস্টে। ব্যর্থ ছিলেন কোহলি। দুজনের সম্পর্কের তিক্ততাও চূড়ান্ত পর্যায়েই ঠেকেছিল। এমনকি কোহলিকে এমনও বলতে শোনা গেছে, অস্ট্রেলিয়ানদের সঙ্গে আর বন্ধুত্ব নয়। ওয়ানডে সিরিজে কি হয় সেটা সময়ই বলবে। তবে সার্বিকভাবে ক্লার্কের চোখে ওয়ানডেতে এগিয়ে কোহলি আর টেস্টে স্মিথ, ‘সীমিত ওভারের কথা বললে আমি মনে করি বিরাট এগিয়ে স্টিভের চেয়ে। তবে এটি শুধু ওয়ানডে ম্যাচেই। আমি মনে করি স্মিথ টেস্টে এগিয়ে।’

কদিন পরই যে স্মিথ-কোহলি বিতর্ক আকাশ ছোঁবে এটা জানেন ক্লার্কও। এজন্যই তিনি মনে করিয়ে দিচ্ছেন সবকিছুর পর মুখ্য আসলে ম্যাচে জয় পরাজয়টা, ‘আমার মনে হয় আর ক’টা দিন পরেই সবাই স্টিভ স্মিথ এবং বিরাট কোহলিকে নিয়ে কথা বলা শুরু করবে। কিন্তু দিনশেষে একটি জিনিসই মুখ্য- কোন দলটি জিতেছে। কোহলি না স্মিথ কে রান করলো এটি কোনো ব্যাপার বলে মনে হয় না। দিনশেষে অধিনায়ক হিসেবে তোমার কাজ ম্যাচ জয়। ব্যাটিং ছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ দিক তাদের নেতা হিসেবে মূল্যায়ন। দুজনেই যুবা অধিনায়ক, দুজনে খুব ভালো খেলোয়াড় এবং দুজনেই উন্নতি করছে। আমার কাছে মনে হয় জরুরি হচ্ছে তোমার দল জয়ী হলো কিনা সেটা।’

অস্ট্রেলিয়ার জন্য ভারত সিরিজটিকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন স্মিথ। ক্রিকেট বোর্ডের সঙ্গে বেতন-ভাতা নিয়ে নানা সমস্যায় ক্রিকেট থেকেও বাইরে ছিলে খেলোয়াড়রা। ক্লার্ক মনে করছে এই মূহূর্তে ২০১৯ বিশ্বকাপের জন্য মোমেন্টাম তৈরি করার সঠিক সময় এটিই, ‘আমার মনে হয় অস্ট্রেলিয়া দলের জন্য এটিই সবচেয়ে সঠিক সময়, ২০১৯ বিশ্বকাপে কি লক্ষ্য হবে সেটি খুঁজে বের করা। স্মিথ, ওয়ার্নার, সাপোর্ট স্টাফদের সঠিক কৌশল নির্ধারণ করতে হবে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :সেপ্টেম্বর ১৩, ২০১৭ ৪:২১ অপরাহ্ণ