২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:৫২

২২ ট্রাক ত্রাণ নিয়ে রোহিঙ্গা ক্যাম্পে বিএনপি

নিজস্ব প্রতিবেদক:

মিয়ানমার থেকে নির্যাতনের মুখে পালিয়ে আসা রোহিঙ্গাদের জন্য ২২ ট্রাক ত্রাণ নিয়ে কক্সবাজার পৌঁছেছে বিএনপির প্রতিনিধিদল। বুধবার দুপুর দুইটা থেকে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে বলে জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার প্রেসউইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার।

তিনি জানান, দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের নেতৃত্বে প্রতিনিধিদলটি শরণার্থী ক্যাম্পের প্রায় নয় হাজার রোহিঙ্গা পরিবারের মাঝে এসব ত্রাণ বিরতরণ করবে।

বিএনপির প্রতিনিধিদলের সঙ্গে আরও রয়েছেন- স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেন, শামসুজ্জামান দুদু, চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার প্রমুখ।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :সেপ্টেম্বর ১৩, ২০১৭ ২:১৫ অপরাহ্ণ