১৩ই ডিসেম্বর, ২০২৫ ইং | ২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | রাত ১১:২৭

রোহিঙ্গা ইস্যুতে বিএনপি সরকারকে সহযোগিতা করতে চায়: ফারুক

নিজস্ব প্রতিবেদক:

রোহিঙ্গা ইস্যুতে বিএনপি সরকারকে সহযোগিতা করতে চায় বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য জয়নুল আবেদীন ফারুক।
বুধবার বেলা ১২ টার দিকে জাতীয় প্রেস ক্লাবে ন্যাপ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা জানান।
ফারুক বলেন, রোহিঙ্গা ইস্যুতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তা তুলে ধরতে হবে। এ ক্ষেত্রে বিএনপিও সরকারকে সহযোগিতা করতে চায়। আর রাখাইনে রোহিঙ্গাদের নিরাপত্তার জন্য জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী মোতায়েন করতে হবে।
তিনি বলেন, মিয়ানমার বাহিনী রোহিঙ্গাদের ওপর হত্যা-নির্যাতন চালিয়ে শুধু ক্ষ্যান্ত হয়নি, তারা বাংলাদেশের আকাশসীমাও লঙ্ঘন করেছে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :সেপ্টেম্বর ১৩, ২০১৭ ১২:৪৯ অপরাহ্ণ