নিজস্ব প্রতিবেদক:
ভাড়া নির্ধারণ না করে দুই বছরের জন্য বাংলাদেশ ও ভারতের মধ্যে চলাচলকারী ৫টি রুটে বাস (মৈত্রী) অপারেটর নিয়োগ দেওয়ার টেন্ডার প্রক্রিয়ার ওপর স্থিতাবস্থা জারি করেছেন হাইকোর্ট। বুধবার এ-সংক্রান্ত এক আবেদনের শুনানিতে বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এবিএম আলতাফ হোসেন। সঙ্গে ছিলেন এআরএম কামরুজ্জামান, অর্পণ চক্রবর্তী ও শুভজিত ব্যানার্জি। অন্যদিকে বিআরটিসির পক্ষে শুনানি করেন আইনজীবী মো. মনিরুজ্জামান।
পরে এবিএম আলতাফ হোসেন সাংবাদিকদের জানান, পাবলিক প্রকিউরমেন্ট আইনের ১৫ ধারা অনুসরণ না করেই টেন্ডার প্রক্রিয়া শুরু করা হয়। তাই ওই টেন্ডার প্রক্রিয়ার ওপর এক মাসের জন্য স্থিতাবস্থা জারি করেছেন হাইকোর্ট। এর ফলে এখন থেকে এ বিষয়ে আর কোনো কার্যক্রম পরিচালনা করা যাবে না বলেও জানান তিনি।
দৈনিক দেশজনতা /এমএইচ