১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:৪৬

রমনা পার্কের লেকে তরুণের লাশ

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর রমনা পার্কের লেক থেকে এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নামপরিচয় জানা যায়নি। বুধবার সকালে উদ্ধার করা মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

রমনা মডেল থানার উপপরিদর্শক খোরশেদ আলম বলেন, সকাল আটটার দিকে রমনা পার্কের লেক থেকে ওই তরুণকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। পরে ঢামেক হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃতের নামপরিচয় আপাতত জানা যায়নি। তার পরনে ছিল ফুল প্যান্ট ও হাফ শার্ট।

অপরদিকে রাজধানীর বিমানবন্দর সড়কে অজ্ঞাত গাড়ির ধাক্কায় এক কিশোরের মৃত্যু হয়েছে। বিমানবন্দর থানার উপপরিদর্শক শাহিদ বলেন, মঙ্গলবার রাত রেডিসন হোটেলের সামনে থেকে ওই কিশোরকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। নিহতের আনুমানিক বয়স ১৪ বছর। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ওই কিশোরের পরিচয় জানা যায়নি।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :সেপ্টেম্বর ১৩, ২০১৭ ১২:০৫ অপরাহ্ণ