১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৫০

গাইবান্ধায় অস্ত্র ও গুলিসহ মাদক বিক্রেতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:

গাইবান্ধার গোবিন্দগঞ্জে অস্ত্র ও দুই রাউন্ড তাজা গুলিসহ রাকিব (৩৫) নামের এক মাদক বিক্রেতাকে পুলিশ গ্রেফতার করেছে ।
পৌর এলাকার পান্থাপাড়া থেকে মঙ্গলবার মধ্যরাতে তাকে গ্রেফতার করা হয়। আটকৃত রাকিব পৌর এলাকার পশ্চিম পান্থাপাড়া গ্রামের আব্দুল হকের ছেলে।
গাইবান্ধার সিনিয়র সহকারি পুলিশ সুপার (সি-সার্কেল) রেজানুর রহমান জানান, রাকির ওই এলাকার একজন কুখ্যাত মাদক ব্যবসায়ী। অস্ত্র নিয়ে ঘুরে ঘুরে ইয়াবা বিক্রি করতো। অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।
এ সময় রাকিবের কাছ থেকে একটি নাইন এমএম পিস্তুল, দুই রাউন্ড তাজা গুলি, ১টি ম্যাগাজিন, ৪টি মোবাইল সেট ও ৩০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, আজ প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে রাকিবকে আদালতে পাঠানো হবে।

প্রকাশ :সেপ্টেম্বর ১৩, ২০১৭ ১২:০০ অপরাহ্ণ