নিজস্ব প্রতিবেদক:
কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে সদরের আমড়াতলীর তৈলকুপি বাজারের উত্তর পাশে সিনথেটিক কাপড়ের ক্যারিং ব্যাগের ভিতর ১০ কেজি করিয়া মোট ২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী মোঃ মমিনকে (১৯) আটক করে পুলিশ।
আটককৃত মোঃ মমিন জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার করগ্রামের ইমান আলীর ছেলে। ধৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
কোতয়ালী মডেল থানাধীন ছত্রখিল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোহাম্মদ শাহীন কাদির বিষয়টি নিশ্চিত করেছেন।
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

