১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:১৬

দেশে ফিরেছেন রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক:

দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ । কাজাখস্তানের আস্তানাতে অনুষ্ঠিত ইসলামী সম্মেলন সংস্থার (ওআইসি) প্রথম বিজ্ঞান ও প্রযুক্তি সম্মেলনে যোগদান শেষে মঙ্গলবার রাতে দেশে ফিরেছেন তিনি।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে মঙ্গলবার রাত ১০টা ২৫মিনিটে রাষ্ট্রপতি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

বিমানবন্দরে রাষ্ট্রপতিকে স্বাগত জানান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, কূটনৈতিক কোরের ডিন, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধান, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, পুলিশের মহাপরিদর্শক এবং ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সম্মেলনে যোগদানের জন্য গত ৯ সেপ্টেম্বর আস্তানাতে পৌঁছান।

প্রকাশ :সেপ্টেম্বর ১৩, ২০১৭ ১২:০৮ অপরাহ্ণ