১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৪৬

যশোর কারাগারে বিএনপি নেতার মৃত্যু

যশোর প্রতিনিধি:

যশোর কেন্দ্রীয় কারাগারে বন্দি বাঘারপাড়া পৌর বিএনপির নেতা বদিউর রহমান বদির (৫০) মৃত্যু হয়েছে। সোমবার রাত পৌনে ১২টার দিকে তার মৃত্যু হয়। বদি বাঘারপাড়া পৌর এলাকার আব্দুল গনি শিকদারের ছেলে ও বাঘারপাড়া পৌর বিএনপির সাবেক সহ সভাপতি ছিলেন। বিএনপির অভিযোগ, কারা কর্তৃপক্ষের অবহেলার কারণে তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় বিএনপি মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলনও করেছে। তবে কারা কর্তৃপক্ষ জানিয়েছেন, হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। চিকিৎসায় কোনো অবহেলা করা হয়নি।

স্থানীয় সূত্র জানায়, গত ২৫ আগস্ট বাঘারপাড়ায় বিএনপির দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় পুলিশ বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করে। এ মামলায় ওইদিন সন্ধ্যায় বদিউর রহমান বদিকে আটক করা হয়। যশোর কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার কামাল হোসেন জানান, বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় ২৬ আগস্ট আদালত বদিউর রহমানকে কারাগারে পাঠায়। সোমবার রাতে বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করলে তাকে দ্রুত যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে বদিউর রহমান বদির মৃত্যুর ঘটনায় মঙ্গলবার দুপুরে জেলা বিএনপি প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলন করেছে। সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ সাবেরুল হক সাবু বলেন, বদিউর রহমান বদি বিএনপির নিবেদিতপ্রাণ সংগঠক। সোমবার কারাগারে তিনি অসুস্থ হয়ে পড়েন। কিন্তু যথাসময়ে তার কোনো চিকিৎসার ব্যবস্থা কারা কর্তৃপক্ষ করেনি। ফলে মৃত্যুর পর মধ্যরাতে তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা তাকে চিকিৎসা দেয়ার সুযোগ পাননি। কারণ আগেই তার মৃত্যু হয়েছে।

যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ সাবেরুল হক সাবু দাবি করেন, এর আগেও বিএনপি একাধিক নেতাকর্মী কারাগারে অবহেলায় মারা গেছেন। তিনি এর তীব্র নিন্দা জানিয়েছে ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন। সংবাদ সম্মেলনে জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শামসুল হক, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন খোকন উপস্থিত ছিলেন। তবে কারা কর্তৃপক্ষের অবহেলা প্রসঙ্গে কারাগারের জেলার আবু তালেব ওই অভিযোগকে ভিত্তিহীন উল্লেখ করে বলেন, অসুস্থ হওয়ার সাথে সাথেই তাকে হাসপাতালে নেওয়া হয়েছিলো।

দৈনিকদেশজনতা/ আই সি

 

প্রকাশ :সেপ্টেম্বর ১২, ২০১৭ ৫:৩৭ অপরাহ্ণ