১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:০৫

তিন ফরম্যাটেই প্রোটিয়াদের অধিনায়ক ডু প্লেসিস

অনলাইন ডেস্ক:
বাংলাদেশের বিপক্ষে তিন ফরম্যাটেই দক্ষিণ আফ্রিকা দলের নেতৃত্ব দেবেন ফাফ ডু প্লেসিস|। ক্রিকেট সাউথ আফ্রিকার পরিচালনা পর্ষদ সোমবার টেস্ট ও টি-টোয়েন্টির পর ওয়ানডেতেও অধিনায়ক হিসেবে তার নাম অনুমোদন দিয়েছে। ওয়ানডেতে অধিনায়ক হিসেবে এবি ডি ভিলিয়ার্সের সরে দাঁড়ানোর পর তাকে নিয়োগের এই সিদ্ধান্ত আসল।
ক্রিকেট সাউথ আফ্রিকার প্রধান নির্বাহী হারুন লরগাত বলেন, ফাফকে অভিনন্দন। বিশ্ব ক্রিকেটে সে নিজেকে একজন সেরা নেতৃত্ব হিসেবে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে। যার প্রতিফলন হিসেবেই পাকিস্তানে টি-টোয়েন্টি সিরিজে বিশ্ব একাদশের নেতৃত্ব তার কাঁধে পড়েছে।দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশের বিপক্ষে ঘরের মাটিতে প্রথমবারের মতো নেতৃত্ব দেবেন প্লেসিস|
আগামী ১৬ সেপ্টেম্বর দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে টাইগাররা।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :সেপ্টেম্বর ১২, ২০১৭ ৫:৩৭ অপরাহ্ণ