১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:০৭

নাটোরে যুবলীগের শোভাযাত্রায় আ’লীগের হামলা

নাটোর প্রতিনিধি:

নাটোর জেলার লালপুর লালপুর উপজেলা যুবলীগ নেতাকর্মীদের মোটরসাইকেল শোভাযাত্রায় আওয়ামী লীগ নেতা-কর্মিরা হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার এ হামলার ঘটনা ঘটে। উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্টু দাবি করেছে এ সময় ৫/৭টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। তবে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসহাক আলী এ অভিযোগ করে জানান, তাদেরকে (যুবলীগ নেতাকর্মী) দলীয় নেতাকর্মীর নামে অসৌজন্যমূলক শ্লোগান দিতে নিষেধ করা হয়েছে। কোনো হামলার ঘটনা ঘটেনি।

লালপুর উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্টু জানান, মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলা যুবলীগ কার্যালয় থেকে নেতাকর্মীরা মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে নাটোরের উদ্দেশ্যে রওনা দেয়। তিনি দাবি করেন, তাদের শোভাযাত্রাটি উপজেলার রামকৃষ্ণপুরে পৌঁছালে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা তাদের বাধা দেয় এবং মোটরসাইকেল ভাঙচুর করে।

এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ওবায়েদ বলেন, লালপুরে এমন কোনো ঘটনা ঘটেছে বলে আমাদের জানা নেই। যদি কিছু ঘটে থাকে তাহলে থানায় অভিযোগ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

দৈনিকদেশজনতা/ আই সি 

প্রকাশ :সেপ্টেম্বর ১২, ২০১৭ ৫:৪৭ অপরাহ্ণ