কিশোরগঞ্জ প্রতিনিধি:
মিয়ানমারের আরাকানে রোহিঙ্গা গণহত্যা ও নির্যাতনের প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। কিশোরগঞ্জ জেলা ইমাম ও উলামা পরিষদের উদ্যোগে মঙ্গলবার বেলা ১২টায় জেলা শহরের শহীদী মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়। মিছিল শেষে ইমাম ও উলামা পরিষদের জেলা সভাপতি মাওলানা আনোয়ার শাহ’র সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে অন্যান্যের মধ্যে মাওলানা শফিকুল ইসলাম বক্তব্য রাখেন।
সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্যে মাওলানা আনোয়ার শাহ বলেন, মিয়ানমারের রোহিঙ্গা গণহত্যা বন্ধে জাতিসংঘকে উদ্যোগ নিয়ে কার্যকর ব্যবস্থা নিতে হবে। হাজার হাজার বছর ধরে আরাকানে বসবাসকারী রোহিঙ্গারা সে দেশেরই নাগরিক। মিয়ানমার সরকারকে রোহিঙ্গাদের নাগরিকত্ব দিতে বাধ্য করাতে হবে। এর জন্য বিশ্বের মানবতাকামী সব দেশকে ঐক্যবদ্ধ হতে হবে। এ সময় তিনি মুসলিম বিশ্বকেও রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। পরে নির্যাতিত রোহিঙ্গাদের জন্য মোনাজাত করা হয়। এ কর্মসূচিতে জেলা শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-শিক্ষকসহ বিপুল সংখ্যক লোকজন অংশ নেন।
দৈনিকদেশজনতা/ আই সি