১০ই ডিসেম্বর, ২০২৫ ইং | ২৫শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | সকাল ১১:৫৮

কলেজছাত্রীকে ধর্ষণ ও ভিডিও’র অভিযোগ: গ্রেফতার ৩

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জে কলেজছাত্রীকে ধর্ষণ এবং ধর্ষণের ভিডিও ধারণের অভিযোগে তিনজনকে পুলিশ গ্রেফতার করেছে। সোমবার রাতে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন— চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বালিগ্রাম মহল্লার মোশারফ হোসেনের ছেলে জীবন (২১), রামকৃষ্টপুর মহল্লার রবিউল ইসলামের ছেলে পারভেজ ইসলাম রামিম (২৬) ও গোলাম নবীর ছেলে নাইম আজাদ (২৯)।

সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাবের রেজা আহমেদ জানান, প্রেমের সম্পর্কের জের ধরে জীবন ওই কলেজছাত্রীকে গত ৬ সেপ্টেম্বর ধর্ষণ করেন। এসময় ধর্ষণের ভিডিওচিত্র ধারণ করে রাখেন। পরে তার অপর দুই বন্ধু পারভেজ ও নাইম ওই ভিডিওচিত্রটি এলাকার অন্যদের মাঝে ছড়িয়ে দেয়। কলেজছাত্রীর অভিযোগের পরিপ্রেক্ষিতে সোমবার রাতে তাদের গ্রেফতার করা হয়।

এ ব্যাপারে ওই ছাত্রী বাদী হয়ে রা‌তেই ধর্ষণ ও পর্নোগ্রাফি প্রতিরোধ আইনে মামলা করেন। ভিডিও ক্লিপটি উদ্ধার করা হয়েছে।

দৈনিকদেশজনতা/ আই সি 

প্রকাশ :সেপ্টেম্বর ১২, ২০১৭ ৩:৫২ অপরাহ্ণ