নিজস্ব প্রতিবেদক:
পূর্ব শত্রুতার জের ধরে নড়াইল সদর উপজেলার হোগলাডাঙ্গা গ্রামে মাছের ঘেরে বিষ প্রয়োগ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার (১১ সেপ্টেম্বর) গভীর রাতে এ ঘটনা ঘটে। এতে চিংড়ি, রুই, কাতলাসহ ১১ লাখ টাকার মাছ মরে গেছে।
ঘের মালিক হোগলাডাঙ্গা গ্রামের মনিরুল ইসলাম বেগ জানান, দুই একর ঘেরে চিংড়ি, রুই, কাতলাসহ বিভিন্ন প্রজাতির মাছ চাষ করেন তিনি। মাছগুলো বেশ বড় উঠেছিল। নভেম্বরে বিক্রির আশা ছিল তার। কিন্তু বিষ প্রয়োগে সব শেষ হয়ে গেছে।
গতকাল সোমবার গভীর রাতে এই ঘেরে বিষ প্রয়োগের পর মঙ্গলবার সকাল থেকে মাছগুলো মরে ভেসে উঠে বলে জানিয়েছেন তিনি। পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের লোকজন তার ঘেরে বিষ প্রয়োগ করেন। প্রায় পাঁচ বছর যাবত চিংড়িসহ বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে আসছিলেন। এদিকে বিভিন্ন পেশার মানুষ বিস্ময় প্রকাশ করে বলেন, মাছের সঙ্গে এ কেমন শত্রুতা!
দৈনিক দেশজনতা /এমএইচ