১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:০৬

ফুলবাড়ীয়ায় গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:

ময়মনসিংহর ফুলবাড়ীয়ায় গাঁজা বিক্রেতা এক দম্পতি এবং ওয়ারেন্টভুক্ত অপর আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার গ্রেপ্তারদের ময়মনসিংহ আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রেপ্তার দম্পতির কাছ থেকে এক হাজার গ্রাম গাঁজাও উদ্ধার করা হয়েছে। থানা পুলিশ জানায়, মঙ্গলবার বিশেষ অ‌ভিযান প‌রিচালনা করে ব্রাক্ষণবাড়িয়ার কসবা থানা এলাকার বাসিন্দা স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করা হয়। এসময় অপর এক ওয়ারেন্টভুক্ত আসামিকেও গ্রেপ্তার করা হয়েছে।

ফুলবাড়ীয়ায় থানার ওসি (তদন্ত) আবুল খায়ের জানান, গাঁজা ব্যবসায়ী দম্পতির বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের পর তিনজনকে ময়মনসিংহ আদালতে সোপর্দ করা হয়েছে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :সেপ্টেম্বর ১২, ২০১৭ ৩:৩২ অপরাহ্ণ