১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ভোর ৫:৫৭

পর্তুগালের সোশ্যালিস্ট পার্টির কাউন্সিলর প্রার্থী বাংলাদেশি কাজল

দৈনিক দেশজনতা ডেস্ক:

আগামী ১ অক্টোবর পর্তুগালের পোর্তোর মিউনিসিপ্যালটি (সিটি করপোরেশন) নির্বাচনে পর্তুগালের ক্ষমতাসীন সোশ্যালিস্ট পার্টির কাউন্সিলর প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন পর্তুগাল প্রবাসী বাংলাদেশি শাহ আলম কাজল। শনিবার স্থানীয় সময় রাত সাড়ে ৯টায় পোর্তোর পার্ক করদোরিয়ায় এক পথসভায় পর্তুগালের প্রধানমন্ত্রী ও ক্ষমতাসীন সোশ্যালিস্ট পার্টির সেক্রেটারি জেনারেল অ্যান্টনিও কোস্টা পোর্তোবাসীর সাথে সোশ্যালিস্ট পার্টির মেয়র সাবেক মন্ত্রী ড. পিজাররো, শাহ আলম কাজলসহ সকল কাউন্সিলর প্রাথীদের পরিচয় করিয়ে দেন এবং পোর্তোবাসীর নিকট তাদের জন্য ভোট চান।

এই সময় প্রধানমন্ত্রী অ্যান্টনিও কোস্টা বলেন, পিজাররো হলো আমার খুব কাছের বন্ধু। আমাদের দল যেভাবে পর্তুগালকে অর্থনৈতিকভাবে উন্নয়ন দিকে নিয়ে যাচ্ছে, সিটি কর্পোরেশেনের আসন্ন নির্বাচনে পিজাররোকে ভোট দিয়ে জয় যুক্ত করলে পোর্তো সিটির উন্নয়নে এবং সব সমস্যা সমাধনে সে কাজ করবে।

পিজাররো তার বক্তব্যে বলেন, শহরকে আরো আধুনিক করতে হলে পরিবেশবান্ধব করতে সোশ্যালিস্ট পার্টির বিকল্প নেই।

শাহ আলম বলেন, জয় বা পরাজয় বড় কথা নয়। প্রতিদ্বন্দ্বিতার সুযোগ দেয়ায় সোশ্যালিস্ট পার্টির কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং সব ভোটারসহ পোর্তোয় বসবাসরত প্রবাসী সকল বাংলাদেশির সহযোগিতা ও সমর্থন কামনা করছি। এছাড়াও পর্তুগালের পরিবেশমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী, সাবেক অর্থমন্ত্রী, ছয়জন এমপিসহ অনেক কর্মকর্তা এ পথসভায় উপস্তিত ছিলেন।

প্রসঙ্গত, শাহ আলম পর্তুগালের বাংলাদেশ দূতাবাসের সহায়তায় পোর্তোর প্রবাসীদের সঙ্গে নিয়ে ভাষা শহীদদের স্মরণে পোর্তোয় একটি স্থায়ী শহীদ মিনার নির্মাণ করেছেন। এটি পর্তুগালের দ্বিতীয় শহীদ মিনার।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :সেপ্টেম্বর ১২, ২০১৭ ১২:৪০ অপরাহ্ণ