নিজস্ব প্রতিবেদক:
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের রাষ্ট্রদ্রোহ ও নাশকতার ১১ মামলার হাজিরার জন্য আগামী ১৫ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত। মঙ্গলবার এই মামলাগুলোয় খালেদা জিয়ার হাজিরা ও অভিযোগ গঠনের জন্য দিন ধার্য ছিল। কিন্তু, অধিকাংশ মামলা উচ্চ আদালতের আদেশে স্থগিত থাকায় সময় আবেদন দাখিল করেন তার আইনজীবী সানাউল্লাহ মিয়া।
পরে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক হাফিজুর রহমান আবেদন মঞ্জুর করে হাজিরার দিন ধার্য করেন। খালেদা জিয়ার বিরুদ্ধে ১১ মামলাগুলোর মধ্যে দারুস সালাম থানায় নাশতার ৮টি ও রাষ্ট্রদ্রোহের একটি এবং যাত্রাবাড়ী থানায় দুটি মামলা রয়েছে। বিএনপির ডাকা হরতাল ও অবরোধের সময় রাজধানীতে নাশকতার ঘটনায় ২০১৩ থেকে ১৫ সালের মধ্যে এসব মামলা দায়ের করে পুলিশ।
প্রসঙ্গগত, বর্তমানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া যুক্তরাজ্যে রয়েছেন। চিকিৎসার জন্য তিনি দেশটিতে গেছেন এবং বড় ছেলে তারেক রহমানের বাসায় রয়েছেন।
দৈনিক দেশজনতা /এমএইচ