২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১২:৫৮

বঙ্গভূষণ সম্মাননা পাচ্ছেন রেজওয়ানা চৌধুরি বন্যা

বিনোদন ডেস্ক :

বাংলাদেশের বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যাকে ‘বঙ্গভূষণ’ সম্মান দেবে পশ্চিমবঙ্গ সরকার।

২০ মে বিকেলে কলকাতার নজরুল মঞ্চে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ‘বঙ্গবিভূষণ’ ও ‘বঙ্গভূষণ’ পুরস্কার দেবেন।

আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, ‘বঙ্গভূষণ’ সম্মান পাওয়ার খবরে আনন্দিত রেজওয়ানা চৌধুরী বন্যা বলেছেন, ‘সম্মাননা, স্বীকৃতি শিল্পীকে আরও ভালো কিছু করার ব্যাপারে উদ্বুদ্ধ করে। শিল্পীর দায়বদ্ধতা আরও বেড়ে যায়।’

‘বঙ্গভূষণ’ পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের দেয়া রাষ্ট্রীয় সম্মান। ২০১২ সাল থেকে বিশিষ্ট ব্যক্তিত্বদের এই সম্মান দেয়া হচ্ছে। ২০১৫ সালে বাংলাদেশের প্রয়াত শিল্পী ফিরোজা বেগমকে ‘বঙ্গবিভূষণ’ (মরণোত্তর) সম্মান দিয়েছিল পশ্চিমবঙ্গ সরকার।

n/h =ddj

প্রকাশ :মে ১৩, ২০১৭ ১:০৬ অপরাহ্ণ