১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:০৬

হোটেল শ্রমিককে গাছে বেঁধে নির্যাতন

নিজস্ব প্রতিবেদক:

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ডালিম মিয়া (২৮) নামে এক হোটেল শ্রমিককে মোবাইল চুরির অপবাদে গাছের সাথে রশি দিয়ে দু’হাত বেঁধে মারপিট করার অভিযোগ পাওয়া গেছে। তাকে আশঙ্কাজনক অবস্থায় গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আহত ডালিম মিয়া উপজেলার কামারদহ ইউনিয়নের তারদহ নয়াপাড়া গ্রামের মৃত রমজান আলীর ছেলে। তিনি গোবিন্দগঞ্জ পৌর শহরের কাটাখালী হোটেলে মিষ্টির কাজ করতেন।

ডালিম মিয়া জানান, তিনি কাটাখালী হোটেলের ম্যানেজার বাবুর নিকট থেকে ৪/৫ দিন আগে একটি পুরাতন থ্রিজি মোবাইল সেট ১৬ শ টাকায় ক্রয় করেন। তিনি বৃহস্পতিবার দুপুরের দিকে ফাঁসিতলা বাজারে যান। সেখান তাকে নয়াপাড়ার বাবু মিয়া (১৮) ও মাস্তা গ্রামের শফিকুল ইসলাম নামে দুই যুবক (২৫) আটক করেন।

তিনি আরো জানান, তাকে মোবাইল চুরির অপবাদ দিয়ে ফাঁসিতলা থেকে জোরপূর্বক নিজবাড়িতে নিয়ে যান বাবু মিয়া। সেখানে বাড়ির ভেতর একটি কাঁঠাল গাছের সঙ্গে রশি দিয়ে দুই হাত বেঁধে ব্যাপক মারপিট করা হয়। এ সময় ডালিমের বাম পায়ের বৃদ্ধাঙ্গুঙ্গিতে প্লাস দিয়ে টেনে আঘাত করা হয়। তার কাছে থাকা ওই মোবাইল সেটটি কেরে নেয় তারা।

ঘটনার প্রত্যক্ষদর্শী নয়াপাড়া গ্রামের বাসিন্দা জাকির হোসেন (১৮) জানান, হোটেল শ্রমিক ডালিমকে গাছের সাথে বেঁধে মারপিট করতে দেখেছেন তিনি। পরে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যর ঘনিষ্ট আতাউর রহমান তাকে ছেড়ে দেন। এ সময় তিনি দুই কান ধরে ডালিমকে একাধিকবার ওঠাবসা করান এবং মাটিতে ছ্যাপ ফেলে, ছ্যাপ চেটে খাওয়ান।

গোবিন্দগঞ্জ উপজেলা হোটেল শ্রমিক ইউনিয়নেসর প্রধান উপদেষ্ঠা মোতিন মোল্লা জানান, আমরা বিষয অভিযোগ আকারে থানায় জানাবো এবং ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানাবো।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান জানান, এ বিষয়টি আমরা এখনও কোন অভিযোগ পাইনি। তবে অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। এ দিকে, এ ব্যাপারে কথা বলার জন্য যোগাযোগের চেষ্ঠা করেও শফিকুল ইসলাম ও বাবুকে পাওয়া যায়নি।

M/H

প্রকাশ :মে ১৩, ২০১৭ ১:১৩ অপরাহ্ণ