১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:০৮

আমার জন্ম রাখাইন রাজ্যেও হতে পারত

বিনোদন ডেস্ক:

অপু বিশ্বাস রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বললেন, ‘বাংলাদেশে জন্ম না হয়ে আমার জন্ম রাখাইন রাজ্যেও হতে পারত। আমিও তখন এই পরিস্থিতিতে পড়তে পারতাম।’ রোববার রাতে অফিসিয়াল ফেসবুক পাতায় একটি ছবি শেয়ার করে এ নায়িকা লেখেন, ‘আমার খুব বেশি ফেসবুকে আসা হয় না। কিন্তু গত কয়েকদিন ধরে ফেসবুকে আসলে রোহিঙ্গা বিষয়ক ছবিগুলো দেখলে শরীর শিউরে উঠে। আমি রক্ত সহ্য করতে পারি না, তার উপর এসব বিভৎস ছবিগুলো দেখে ভয়ে ফেসবুক থেকে লগ আউট করি।’

অপু লেখেন, শনিবার ফেসবুকে লগিন করতে এই ছবিটা দেখতে পাই। ছবিটার উপর আমার চোখ আটকে যায়। এদের জায়গায় নিজেকে কল্পনা করি। আমারও একটা সন্তান আছে। বাংলাদেশে জন্ম না হয়ে আমার জন্ম রাখাইন রাজ্যেও হতে পারত। আমিও তখন এই পরিস্থিতিতে পড়তে পারতাম। না আর ভাবতে পারছি না, অনূভব করলাম চোখের কোনে গরম তপ্ত জল গড়িয়ে পড়ছে। নিজের সন্তানকে শক্ত করে জড়িয়ে ধরলাম… আরো বেশি শক্ত করে। মানুষ কী করে এত অমানবিক হতে পারে? কী করে নির্দয় হয়। উফ! ভাবতে পারছি না। খোদা তুমি রহম করো।

আমি একজন ছোটখাট মানুষ, আমি খুব বেশি গুছিয়ে লিখতেও পারি না। দেশের উপরের মহলের প্রতি অনুরোধ করছি তাদের পাশে আরো বেশি করে দাঁড়ান। তাদের প্রতি আরো বেশি সদয় হোন। সারা বিশ্ব দেখুক আমরা কতটা শান্তি প্রিয় মানুষ। পরিশেষে মানবতার জয় হোক।’ সর্বশেষ ‘রাজনীতি’ চলচ্চিত্রে দেখা গেছে অপু বিশ্বাসকে। হাতে আছে আরো কিছু ছবি। এছাড়া তাকে দেখা যাচ্ছে বিজ্ঞাপন ও সেলিব্রিটি শো’তে।

দৈনিকদেশজনতা/ আই সি

 

প্রকাশ :সেপ্টেম্বর ১১, ২০১৭ ১০:৫২ পূর্বাহ্ণ