১২ই ডিসেম্বর, ২০২৫ ইং | ২৭শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | রাত ১:৪৮

কুষ্টিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:

কুষ্টিয়া সদর উপজেলার হরিপুরে নালার পানিতে পড়ে লিমন নামে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার সকাল নয়টার দিকে সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নের বোলদাহ হাজীপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, সকালে বাড়ির পাশে বল নিয়ে খেলা করছিল লিমন। বলটি তুলতে গিয়ে পার্শ্ববর্তী খালের নালার পানিতে পড়ে যায় লিমন। তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত শিশু লিমন ওই গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :সেপ্টেম্বর ১০, ২০১৭ ১২:৪৭ অপরাহ্ণ