১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:০৪

ছাত্রী অপহরণে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:

বাড়ি থেকে কোচিং সেন্টারে যাওয়ার পথে এক ছাত্রীকে সিএনজি অটোরিকশায় তুলে অপহরণের অভিযোগ উঠেছে বহিষ্কৃত এক শিক্ষকের বিরুদ্ধে। তার নাম রুহুল আমিন।

ময়মনসিংহের ভালুকায় ৩ মে এ ঘটনা ঘটে। পরে শুক্রবার কিশোরগঞ্জ সদরের বড়ইতলী থেকে ওই ছাত্রীকে উদ্ধার করে ভালুকা মডেল থানা পুলিশ। এসময় অভিযুক্ত শিক্ষককেও গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, ভালুকা উপজেলার উথুরা ইউনিয়নের বনগাঁও গ্রামের একটি মাদ্রাসার বহিষ্কৃত শিক্ষ রুহুল আমিন ৩ মে এ ঘটনা ঘটায়। সেদিন তিনি সিএনজি অটোরিকশা নিয়ে এসে অস্ত্রেরমুখে জিম্মি করে দশম শ্রেণি পড়ুয়া ওই ছাত্রীকে অপহরণ করেন। তাকে খুঁজে না পেয়ে তার পিতা থানায় জিডি করেন।

পরে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ শুক্রবার ওই ছাত্রীকে উদ্ধার এবং শিক্ষককে একটি বাড়ি থেকে গ্রেপ্তার করে।

উদ্ধার হওয়ার পর ছাত্রী পুলিশকে জানান, অপহরণের পর তাকে প্রথমে অজ্ঞান করা হয়। পরে জ্ঞান ফিরে পেয়ে দেখেন একটি বাড়িতে তিনি। সেসময় শিক্ষক মারপিট করে, জোরপূর্বক কালো কাপড়ে ঢেকে রাখে এবং সাদা কাগজে একটি স্বাক্ষর আদায় করে।

ভালুকা মডেল থানার পরিদর্শক (তদন্ত) হযরত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, উদ্ধার ও গ্রেপ্তারের পর ছাত্রীর পিতা বাদী হয়ে একটি মামলা করেছেন। ছাত্রীকে মেডিকেল শেষে আইনি ব্যবস্থা নেয়া হবে।

M/H

প্রকাশ :মে ১৩, ২০১৭ ১১:৫৮ পূর্বাহ্ণ