১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৪৫

ভারতের সুপ্রিম কোর্টের ঘোষণা তিন তালাক’ অবাঞ্ছিত

আন্তর্জাতিক ডেস্ক,

মুসলিমদের মধ্যে তিন তালাক বিবাহ বিচ্ছেদের সব থেকে খারাপ ও অবাঞ্ছিত প্রথা বলে মন্তব্য করেছে ভারতের সুপ্রিম কোর্ট। মুসলিম পার্সোনাল ল’ বোর্ডের কর্তারা অবশ্য একে একজন বিচারপতির পর্যবেক্ষণ বলে উড়িয়ে দিয়েছেন।

কারণ, শীর্ষ আদালত এখনও এ বিষয়ে কোনও সিদ্ধান্তে পৌঁছয়নি। প্রাথমিক ভাবে ছয়দিন ধরে শুনানি চলবে বলে নির্ধারন করা হয়েছে। এখনও তিন তালাকের সমর্থনকারী মুসলিম পার্সোনাল ল’ বোর্ডের আইনজীবীরা শুনানি করেননি। আবার মোদি সরকারের অ্যাটর্নি জেনারেলও এখনও তিন তালাকের বিরোধিতায় মাঠে নামেননি।

যদিও তার আগেই, শুনানির দ্বিতীয় দিনে তিন তালাক নিয়ে সাংবিধানিক বেঞ্চের মন্তব্যে স্বাভাবিক ভাবেই নরেন্দ্র মোদি সরকার, বিজেপি তথা সঙ্ঘ-পরিবার উজ্জীবিত।

শুনানির সময় বিচারপতি রোহিংটন নরিম্যান মন্তব্য করেন, ‘মুসলিমদের যে কোনও চিন্তাধারাই বলবে, তিন তালাকের আইনি অনুমতি থাকলেও, এটি বিয়ে ভাঙার সব থেকে খারাপ প্রথা, যা একেবারেই কাম্য নয়।’

তিন তালাক নিয়ে শুনানিতে আদালতের বন্ধু হিসাবে বিচারপতিদের সাহায্য করছেন সালমান খুরশিদ। তিনি মুসলিমদের নিকাহ হালালা ও নিকাহনামার বিষয়টি ব্যাখ্যা করেন। খুরশিদের মতে নিকাহ হালালা অনুযায়ী, তালাকের পর প্রাক্তন স্ত্রীকেই পুনর্বিবাহ করতে হলে, ওই নারীকে আগে অন্য কোনও পুরুষকে বিয়ে করে, সহবাস করতে হবে। তারপর তার নতুন স্বামী তালাক দিলেই পুনর্বিবাহ সম্ভব। তিন তালাকের ক্ষেত্রে অনেক সময়েই নিকাহ হালালার সমস্যা এসে হাজির হয়, যা জটিলতার সৃষ্টি করে।

খুরশিদ যুক্তি দেন, তালাক নিয়ে অনেক ভুল ধারণা রয়েছে। নিকাহনামা বা বিয়ের চুক্তিপত্রে মুসলিম বধূ বিবাহবিচ্ছেদ থেকে শুরু করে সব রকম শর্ত রাখতে পারেন। এমনকী এক নিঃশ্বাসে তিনবার তালাক বলে তাকে তালাক দেওয়া যাবে না, এমন শর্তও আরোপ করতে পারেন। সেক্ষেত্রে বিবাহবিচ্ছেদ হলেও তা ‘তালাক-এ-সুন্নত’ অনুযায়ী তিন মাসের সময় নিয়ে আলোচনার মাধ্যমে হবে।

এই কথা শুনে বিচারপতি কুরিয়েন জোসেফ প্রশ্ন ছোড়েন, ‘নিকাহনামা-য় কি এমন শর্ত থাকতে পারে যে তিন তালাক প্রথাই থাকবে না?’ খুরশিদ হেসে বলেন, ‘না, সেই সুযোগ নেই।’

প্রধান বিচারপতি জে এস খেহর স্পষ্ট করে দিয়েছেন, আদালতের সামনে মূল প্রশ্ন হল, তিন তালাক কি শুধুই একটি প্রথা বা ব্যবহারিক রীতি, না কি এর ভিত্তি ধর্মীয়।

খুরশিদ বলেন, বিচারপতিরা যেন এমন না ভাবেন, যে তারা ইসলামকে মানবিক মুখ দেওয়ার চেষ্টা করছেন। কিন্তু তারা বলতে পারেন, কোনটা সব থেকে ভাল প্রথা।

প্রধান বিচারপতি খুরশিদকে বলেন, আপনি যদি ইসলামিক প্রথার সংস্কার করতে বলেন, তা হলে কোনও পাপ হবে না।

বিচারপতি নরিম্যান আকাশের দিকে আঙুল দেখিয়ে বলেন, ‘এ জন্য আদালতে না হলেও, অন্য কোথাও মূল্য চোকাতে হতে পারে।

n/h =ddj

প্রকাশ :মে ১৩, ২০১৭ ১১:৫৩ পূর্বাহ্ণ