১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:০০

সড়কে ঝরল প্রাথমিক শিক্ষা একাডেমির ডিজির প্রাণ

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির মহাপরিচালক ফজলুর রহমান চট্টগ্রামে এক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। আহত হয়েছেন তার চার সফরসঙ্গীও।

 শনিবার সকালে জেলার ফটিকছড়ি উপজেলার বারাইহাটের আনন্দ কমিউনিটি সেন্টারের সামনে ট্রাকের ধাক্কায় তার মৃত্যু হয়। আহত হয়েছেন তার চার সফরসঙ্গী। তাদের মধ্যে রফিকুল ইসলাম, আলী হোসেন, মুশফিকার নাম জানা গেছে। তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

ফজলুর রহমান বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১৯৮২ (স্পেশাল) ব্যাচের একজন সদস্য। তিনি বাংলাদেশ সরকারের একজন যুগ্ম সচিব। ২০১৫ সালের ১৯ জানুয়ারি তিনি জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমী (নেপ), ময়মনসিংহের মহাপরিচালক পদে যোগদান করেন। এছাড়া তিনি উপজেলা ম্যাজিস্ট্রেট, থানা নির্বাহী কর্মকর্তা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও উন্নয়ন), মেরিন সেফটি অফিসার ও স্পেশাল ম্যাজিস্ট্রেট, উপ-সচিব ও ডিআইজি (প্রিজন্স) এবং যুগ্ম সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

ফজলুর রহমান ময়মনসিংহ শহরের কালিবাড়ী রোডের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম নেন। তিনি সরকারিভাবে দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, চীন, জাপান ও ভারতসহ বিভিন্ন দেশ ভ্রমণ করেন।

M/H

প্রকাশ :মে ১৩, ২০১৭ ১১:৪৮ পূর্বাহ্ণ