আর্ন্তজাতিক ডেস্ক:
মোট ৩০ বার গর্ভধারন করে এ পর্যন্ত ২৩টি সন্তানের জন্ম দিয়ে বিরল এক রেকর্ডের অধিকারিনি মায়ের বয়স এখন ৫৩ বছর। ২৩ সন্তানের মধ্যে ৪ জন সন্তান শিশুকালেই বিভিন্ন অসুখ বিসুখে ভূগে মারা যাওয়ার ফলে এখন অবধি তুর্কি নারী রাজিয়া গুনগোর বেঁচে থাকা সন্তানদের সংখ্যা মোট ১৯ জনে। ১৯৮১ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পর টানা ৩৬ বছরে গর্ভে সন্তান এসেছে মোট ৩০ বার। ৭ বার অকাল গর্ভপাত হয়েছিলো বিস্ময়কর এই নারীর।
তুরস্কের গাজিআন্তেপ জেলার এক প্রত্যন্ত গ্রামের খবর এটি। আব্দুল কাদির (৫৭) ও রাজিয়ে গুনগোর (৫৩) জুটির সন্তান জন্মদানের সংখ্যা অতিক্রম করতে পারে যে কোন রেকর্ডকেই। বর্তমানে ১৯ সন্তান ও ২৪ নাতি-নাতনিসহ ছেলের বউ কিংবা মেয়ের জামাই মিলে তাদের এই প্রজন্মই ৫৩ জনের একটি বড় গোত্র তৈরি করেছে গ্রামটিতে। ১০ ছেলে আর ৯ মেয়ের বাবা-মা হিসেবে কোন আক্ষেপ নয়, বরং গর্ব করেন এই দম্পতি। ৩৩ থেকে ১ বছরের ব্যবধানের ১৯ ভাই বোনের মাঝে বিয়ে হয়েছে ৯ জনের।
n/h =ddj