১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৪২

তামিম ইকবাল ধৈর্য আর ভরসার প্রতীক।

দেশ জনতা অনলাইন:

হার্ড হিটার ব্যাটসম্যান হিসেবেই তার পরিচিতি। যিনি মাঠে নামলেই দর্শকরা আশা করে বলে বলে রান আসবে, আসবে চার ছক্কার মার। নিজেও পছন্দ করেন শট খেলতে। বাজে বল পেলে তাকে সীমানার বাইরে পাঠাতে একটুও দ্বিধা নেই, বরং কখনো কখনো ভালো বলকেও ছেড়ে কথা বলেন না। সেই তামিম ইকবালই যেন আজ হয়ে উঠেছিলেন ধৈর্য আর ভরসার প্রতীক।

সবুজ ঘাষে ঢাকা পিচ আর বৃষ্টিস্নাত আবহাওয়ায় ডাবলিনের মালাহাইডের আজকের ম্যাচে প্রতিটা বল যেন পরীক্ষা নিচ্ছিল ব্যাটসম্যানদের দক্ষতার। বাউন্স, সুইং সবই ছিলো পিচে। ৭০ রানে চার উইকেট হারিয়ে সেই পরীক্ষায় ব্যর্থ হওয়ার শঙ্কাও জেগেছিলো, কিন্তু উইকেটের এক প্রান্তে যেন পণ করেই নেমেছিলেন তামিম ইকবাল। অন্য ব্যাটসম্যানরা যেখানে উইকেট বিলিয়ে দিয়েছেন, সেখান এই টাইগার ওপেনার প্রতিট বল মোকাবেলা করেছেন হিসেবে করে।

প্রচণ্ড ধৈর্য আর দক্ষতার সাথে খেলে গেছেন তামিম। স্বভাব বিরুদ্ধে ব্যাটিং করে হাফ সেঞ্চুরি পূর্ণ করেছেন ৭৬ বলে। শুরুতে বিপদে পরা বাংলাদেশ দলকে ধীরে ধীরে সড়িয়ে নিয়েছেন খাদের কিনারা থেকে। তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন মাহমুদউল্লাহ। মাহমুদউল্লাহর সাথে পঞ্চম উইকেটের পার্টনারশিপের ওপর ভর করে বাংলাদেশ সংগ্রহ করেছে ৩১ ওভারে ১৫৭ রান। যার ফলে আভাস পাওয়া যাচ্ছিল লড়াকু স্কোরের। তবে বৃষ্টির বাধায় তা আর হয়নি।

n/h =ddj

প্রকাশ :মে ১৩, ২০১৭ ১২:০৪ অপরাহ্ণ