১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৫০

রংপুরে বাসচাপায় ডোমারের ২ মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু

নীলফামারী প্রতিনিধি:

রংপুর নগরীর উত্তম হাজিরহাট মুচির মোড় এলাকায় বাসচাপায় নীলফামারীর ডোমারের ২ মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। আজ শনিবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা রংপুর-দিনাজপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। তাদের দাবি, ঘাতক বাসের ড্রাইভারকে গ্রেফতার ও স্পিড ব্রেকার নির্মাণ। কোতয়ালী থানার উপ পরিদর্শক (এসআই) নুর আলম দুই মোটরসাইকেল আরোহী নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, রংপুর থেকে গঙ্গাচড়া উপজেলার বেতগাড়িগামী একটি লোকাল বাস নীলফামারীর ডোমার থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দু’জন নিহত হয়। নিহতরা হলেন- বুলবুল (২৬) ও আনসারুল (২৪)। তাদের বাড়ি নীলফামারী জেলার ডোমারে। তাৎক্ষণিকভাবে পুলিশ তাদের পূর্ণ পরিচয় বলতে পারেনি।

এদিকে এ ঘটনার পর বিক্ষুব্ধ জনতা রংপুর দিনাজপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। তাদের দাবি, গত ৬ মাসে এখানে কমপক্ষে ২০ জন মারা গেছে। এলাকাবাসী বারবার সেখানে স্পিড ব্রেকার নির্মাণের দাবি জানালেও তা বাস্তবায়ন করা হয়নি। সে কারণে সড়ক অবরোধ করা হয়েছে।
স্থানীয় পান দোকানদার ও প্রত্যক্ষদর্শী আলী জানান, বাসটি বেপরোয়া গতিতে চালাচ্ছিলো ড্রাইভার। মোটরসাইকেল আরোহীদের দ্রুত চাপা দিয়েই বাসটি পালিয়ে যায়।

কোতয়ালী থানার এসআই নুর আলম জানান, ঘাতক বাসের ড্রাইভারকে আটক করার চেষ্টা করা হচ্ছে। এলাকাবাসির স্পিড ব্রেকার নির্মাণের দাবির বিষয়টি ঊর্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত দুপুর সাড়ে ১২টা পর্যন্ত রংপুর-দিনাজপুর মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :সেপ্টেম্বর ৯, ২০১৭ ৯:৩৬ অপরাহ্ণ