১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:০৫

সিলেটে গাছে যুবকের ঝুলন্ত লাশ

নিজস্ব প্রতিবেদক:

সিলেটের জৈন্তাপুর পল্লীতে বাড়ির পাশে গাছের সঙ্গে ফাঁস দিয়ে এক যুবক আত্মহত্যা করেছেন৷ শনিবার দুপুর পৌনে ২টার দিকে পুলিশ উপজেলার বাউরভাগ গ্রাম থেকে তার লাশ উদ্ধার করে। নিহতের নাম আক্তার হোসেন (২২)। তিনি ওই উপজেলার জৈন্তাপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বাউরভাগ কাটাখাল গ্রামের শফিকুর রহমানের ছেলে।

জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) খাঁন মো. মাইনুল জাকির বলেন, সকালে কোনো এক সময় সকলের অজান্তে বাড়ি থেকে ৫০ গজ দূরে গাছের সঙ্গে দঁড়ি বেঁধে আত্মহত্যা করেন আক্তার হোসেন। বাড়ির ছোট শিশুরা খেলা করতে গিয়ে গাছের সঙ্গে তাকে ঝুলতে দেখে চিৎকার করে৷ শিশুদের চিৎকারে আশপাশের লোকজন জড়ো হয়৷ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। তবে আত্মহত্যার কারণ জানাতে পারেননি ওসি।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :সেপ্টেম্বর ৯, ২০১৭ ৩:৩৭ অপরাহ্ণ