১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:১৭

সুচির নোবেল বাতিল হচ্ছে না

আন্তর্জাতিক ডেস্ক:

মিয়ানমারের কথিত গণতন্ত্রপন্থী নেত্রী এবং রাষ্ট্রীয় উপদেষ্টা ও পররাষ্ট্রমন্ত্রী অং সান সুচির নোবেল পুরস্কার বাতিল হচ্ছে না। শুক্রবার নরওয়ের নোবেল কমিটি একথা জানিয়েছে। গণতন্ত্রের পক্ষে এবং সেনা সরকারের বিরুদ্ধে অবস্থান নেয়ায় সুচিকে ১৯৯১ সালে শান্তিতে নোবেল পুরস্কার দেয়া হয়।

নোবেল কমিটি জানিয়েছে, ‘যাকে একবার নোবেল পুরস্কার দেয়া হয় পরবর্তীতে সেটি আর ফিরিয়ে নেয়ার কোনো নিয়ম নেই। কেননা যে কাজের জন্য তিনি নোবেল পুরস্কার পান সেটাকেই ধর্তব্যের মধ্যে রাখা হয়।’

নরওয়ের অসলোতে নোবেল ইন্সটিটিউটের প্রধান ওলাভ নজোলস্টাড বার্তাসংস্থা এপি’কে ইমেইলের মাধ্যমে জানান, ‘যখন কাউকে একবার নোবেল পুরস্কার দেয়া হয়, তখন তা বাতিল করা কোনোভাবেই সম্ভব নয়!’

মিয়ানমারের নিরাপত্তা বাহিনী দ্বারা রোহিঙ্গা দমনের পক্ষে অবস্থান নেয়ায় বিশ্বের নানা মহল অং সান সুচির শান্তিতে পাওয়া নোবেল পুরস্কার বাতিলের দাবি জানিয়ে আসছে। এই জন্যে ৩ লাখ ৬৫ হাজার মানুষের স্বাক্ষরিত একটি পিটিশনও নোবেল কমিটিকে পাঠানো হয়। কিন্তু শুক্রবার সেই আবেদন প্রত্যাখ্যান করে নোবেল কমিটি।

রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে ‘চেঞ্জ ডট অর্গ’ নামের অনলাইনে সুচির নোবেল পুরস্কার কেড়ে নেয়ার পিটিশন করা হয়। এতে বৃহস্পতিবার পর্যন্ত অন্তত ৩ লাখ ৬৫ হাজার মানুষ স্বাক্ষর করেন। ওই পিটিশনে বলা হয়, নিজের দেশে মানবতার বিরুদ্ধে চলমান অপরাধ বন্ধে কিছুই করছেন না সুচি। বরং জাতিগত নির্মূলে তার স্পষ্ট সমর্থন রয়েছে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :সেপ্টেম্বর ৯, ২০১৭ ৩:৩১ অপরাহ্ণ