১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:০৮

শরীরে লবণ ও পানির ভারসাম্যহীনতা

স্বাস্থ্য ডেস্ক:

আমাদের শরীরে বেশ কিছু রাসায়নিক পদার্থ, খনিজ ও লবণ রয়েছে। এগুলো বিভিন্ন শারীরবৃত্তিক কাজের জন্য প্রয়োজনীয়। স্নায়ু ও মাংসপেশির কাজকর্ম সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য এগুলো গুরুত্বপূর্ণ। এদের ইলেকট্রোলাইটস বলা হয়। সোডিয়াম, ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম হল প্রধান ইলেকট্রোলাইটস। যে কোনো কারণে শরীরে এসব উপাদানের পরিমাণ কমে বা বেড়ে গেলে ইলেকট্রোলাইটসের ভারসাম্যহীনতা সৃষ্টি হয় । যে কোনো বয়সে এটি হতে পারে। সাধারণত অসুস্থ ব্যক্তি, বয়স্ক, শিশু ও গর্ভবতীদের বেশি হয়ে থাকে।

ইলেকট্রোলাইটের ভারসাম্যহীনতা কী

শরীরে বিভিন্ন ইলেকট্রোলাইটসের পরিমাণ বিভিন্ন রকমের। যেমন রক্তে সোডিয়াম থাকে প্রতি লিটারে ১৩৬-১৪৫ মিলিমোল। এ পরিমাণটি বিভিন্ন কারণে কম বা বেশি হতে পারে। শরীরে বিভিন্ন ইলেকট্রোলাইটসের পরিমাণ সামান্য কম বা বেশি হওয়া স্বাভাবিক। যখন সেটি খুব কম বা খুব বেশি হয়ে যায়, তখন ইলেকট্রোলাইটসের ভারসাম্যহীনতা সৃষ্টি হয়। এটি যে কোনো একটি বা কয়েকটি ইলেকট্রোলাইটসের ক্ষেত্রে একসঙ্গেও হতে পারে।

কেন হয়:

* ডায়রিয়া বা পাতলা পায়খানা হলে।

* অধিক বমি হলে।

* অত্যধিক ঘামের ফলে শরীর থেকে প্রচুর তরল বেরিয়ে গেলে।

* অপর্যাপ্ত খাদ্য, ভিটামিনের অভাব।

* ডায়েট কন্ট্রোল বেশি করলে।

* পরিপাকতন্ত্রের সমস্যার জন্য।

যে কারণে গৃহীত খাদ্য থেকে ইলেকট্রোলাইটস শোষিত হতে পারে না।

* এক ধরনের ইলেকট্রোলাইটসযুক্ত খাবার বেশি গ্রহণ করলে।

* হরমোন সংক্রান্ত রোগ, যেমন ডায়াবেটিস, অ্যাডিসন’স ডিজিজ ইত্যাদি ক্ষেত্রে।

* কিডনি রোগে।

চিকিৎসা সম্পৃক্ত কারণ

* ল্যাসিকস জাতীয় ওষুধ খেলে। এই জাতীয় ওষুধ শরীর থেকে পানি বের করে দেয়।

* কিছু অ্যান্টিবায়োটিক।

* স্টেরয়েড জাতীয় ওষুধ।

* এ ছাড়া মারাত্মক পানিশূন্যতা এবং শকে চলে যাওয়া রোগীদেরও ইলেকট্রোলাইটসের ভারসাম্যহীনতা হতে পারে।

কীভাবে বুঝবেন:

ইলেকট্রোলাইটসের ভারসাম্যহীনতার উপসর্গ নির্ভর করে কোন ধরনের ইলেকট্রোলাইটস কম বা বেশি হয়েছে তার ওপর। সোডিয়ামের অভাব এবং সালফারের অভাব একই লক্ষণ দিয়ে বোঝা যাবে না। তবে কিছু সাধারণ লক্ষণ দেখা যায়। যেমন-

* মাংসপেশি কামড়ানো, পেশিতে টান পড়া, পেশির অসাড়তা

* খিঁচুনি

* মাথা ঘোরা, শারীরিক দুর্বলতা

* অনিয়মিত হৃদস্পন্দন, রক্তচাপের পরিবর্তন

* স্নায়ুতন্ত্রের ও হাড়ের সমস্যা ইত্যাদি।

রোগ নির্ণয়:

সাধারণত রক্ত পরীক্ষার মাধ্যমে বোঝা যায় ইলেকট্রোলাইটসের ভারসাম্যহীনতা রয়েছে কিনা বা হলেও কোন ইলেকট্রোলাইটসের ভারসাম্যহীনতা হয়েছে।

কারা বেশি আক্রান্ত হন:

* ঘরের ভেতরে বা বাইরে যারা বেশি গরমে কাজ করেন

* বয়স্ক ব্যক্তি

* গর্ভবতী

* শিশু-কিশোর

* ক্যান্সার রোগী

চিকিৎসা

অল্প পরিমাণ ভারসাম্যহীনতা সাধারণত খাদ্যাভ্যাসের পরিবর্তনের মাধ্যমেই ঠিক করে নেয়া যায়। যেমন- রক্তে যদি পটাশিয়ামের মাত্রা সামান্য কমে যায়, তবে পটাশিয়ামযুক্ত খাবার খেয়ে (যেমন কলা বা ডাবের পানি) সেটি সহজেই পূরণ করা সম্ভব।

যদি কোনো রোগের কারণে বেশি ভারসাম্যহীনতা হয়, তবে সেই রোগের চিকিৎসা করার আগে রোগীকে অবশ্যই দ্রুত ইলেকট্রোলাইটসের ভারসাম্যহীনতা পূরণ করতে হবে। এ ক্ষেত্রে রোগীকে যত দ্রুত সম্ভব হাসপাতালে নিয়ে যাওয়া উচিত। রক্তে স্যালাইনের মাধ্যমে দ্রুত শরীরে ইলেকট্রোলাইটস দিতে হবে। এরপর মূল কারণের চিকিৎসা করতে হবে।

প্রতিরোধ

রোগের প্রতিকারের চেয়ে প্রতিরোধ সব সময়ই উত্তম। ফলে ইলেকট্রোলাইটসের ভারসাম্যহীনতা হয়ে হাসপাতালে ছোটাছুটি করার চেয়ে আগে এ সংক্রান্ত সতর্কতা অবলম্বন করা ভালো।

শরীরে পানি ও লবণের অভাব যাতে না হয়, সেদিকে লক্ষ রাখতে হবে, বিশেষ করে গরমে। পানি ও লবণের ঘাটতি পূরণে প্রচুর পরিমাণে পানি, স্যালাইন, লেবুর শরবত, ফলের রস ইত্যাদি বেশ সহায়ক। গরমে খুব বেশি চা বা কফি পান না করে স্বাভাবিক বা ঠাণ্ডা পানীয় বেশি পান করা উচিত। কোনো রোগ বা কিছুর অভাবে ভারসাম্যহীনতা হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :সেপ্টেম্বর ৯, ২০১৭ ১১:০৫ পূর্বাহ্ণ