১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:১২

গোপালগঞ্জে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৬

গোপালগঞ্জ প্রতিনিধি:

গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরো অন্তত ২০ জন। ঢাকা-খুলনা মহাসড়কের বরাশুর অংশে শনিবার ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

কাশিয়ানী থানার ওসি (তদন্ত) জাকারিয়া হোসেন জানান, ভোরে মহাসড়কের কাশিয়ানী অংশের বরাশুর এলাকায় ঢাকা থেকে খুলনাগামী একটি নৈশকোচের সঙ্গে সিমেন্টবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই দুই নারীসহ বাসের ৬ যাত্রী নিহত হন। এ ছাড়া দুর্ঘটনায় আহত হয় অন্তত ২০ জন। এলাকাবাসী আহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে ভর্তি করেছে। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে।

দৈনিকদেশজনতা/ আই সি 

প্রকাশ :সেপ্টেম্বর ৯, ২০১৭ ১০:১৭ পূর্বাহ্ণ