১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:১০

নারাইচং এলাকার চেয়ারম্যানসহ উখিয়ায় গুলিবিদ্ধ ২ রোহিঙ্গার মৃত্যু

কায়সার হামিদ মানিক, উখিয়া (কক্সবাজার)
কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের এফ ব্লকের নতুন করে আশ্রয় নেওয়া গুলিবিদ্ধ ২ রোহিঙ্গার মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বিকাল ৫ টায় কুতুপালং এফ ব্লকের মাঠে ২ রোহিঙ্গার জানাযা শেষে তাদেরকে দাফন করা হয়েছে। তারা হলেন, মংডু নারাইশং এলাকার চেয়ারম্যান (উক্কাট্টা) আসদ আলী (৪০) ও টং বাজার এলাকার আলী আকবর (৫৫)। নিহত আলী আকবরের ছেলে ছৈয়দুজ্জামান জানান, মিয়ানমার সেনাবাহিনীর গুলিতে তারা গুলিতে আহত হলে কাঁধে করে এপারে নিয়ে এসে কুতুপালং এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে রেজিষ্ট্রিার্ড ক্যাম্পে আতœীয়ের বাড়ীতে আশ্রয় নিলে গতকাল শুক্রবার সকাল সাড়ে ৯টায় তার বাবা ও চেয়ারম্যান আসদ আলীর মৃত্যু হয় দুপুর ২ টার দিকে।

দৈনিক দেশজনতা/এন আর

 

প্রকাশ :সেপ্টেম্বর ৮, ২০১৭ ৯:১৫ অপরাহ্ণ