১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:১০

গাইবান্ধায় ছেলেসহ ইউপি মেম্বারকে কুপিয়ে জখম

গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধার পলাশবাড়িতে ইউপি মেম্বার আতিয়ার রহমান (৪৫) ও তার ছেলে শামিমকে (২০) দুর্বৃত্তরা কুপিয়ে হাত-পা জখম করেছে। উপজেলার মহদীপুর ইউপির বোর্ডের ঘর বাজার এলাকায় শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। আতিয়ার রহমান মহদীপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড সদস্য। স্থানীয়রা জানান, ইউপি সদস্য আতিয়ার রহমানের সঙ্গে সাবেক ইউপি সদস্য শামসুলের দীর্ঘ দিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। এরই জের ধরে শামসুলের নেতৃত্বে ১০-১২ জনের একদল দুর্বৃত্ত আতিয়ার রহমানের ওপর হামলা চালায়। এ সময় সন্ত্রাসীরা কুপিয়ে তার হাত-পা জখম করে। সন্ত্রাসীদের কবল থেকে তাকে উদ্ধারে তার ছেলে শামিম ও তার সহপাঠী রনি এগিয়ে গেলে তাদের ব্যাপক মারধর করা হয়। একপর্যায়ে সন্ত্রাসীরা শামিমের হাত-পা ভেঙে দেয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার তনয় চন্দ্র জানান, আহত তিনজনের মধ্যে আতিয়ার রহমান ও তার ছেলে শামিমের দুই হাত ও পায়ের কয়েক স্থান ভেঙে গেছে। উভয়কে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। পলাশবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল আলম জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইউপি সদস্য আতিয়ার রহমানের সঙ্গে সাবেক ইউপি সদস্য শামসুলের দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। এরই জের ধরে এ ঘটনার সূত্রপাত ঘটে। তবে এ ঘটনার পর শামসুলকে আটক করা হয়েছে। শনিবার দুপুরের মধ্যে তাকে আদালতের মাধ্যমে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হবে।

দৈনিকদেশজনতা/ আই সি 

প্রকাশ :সেপ্টেম্বর ৯, ২০১৭ ১০:২৩ পূর্বাহ্ণ